Terms & Conditons
ABM Creative IT-এর শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালাঃ
01. ABM Creative IT-কী?
ABM Creative IT-প্রধানত একটি
ডিজিটাল মার্কেটিং প্রাইভেট প্রতিষ্ঠান। abmcreativeit ডিজিটাল মার্কেটিং বিষয়ক কোর্সের প্রশিক্ষণ দেয় এবং একজন দক্ষ ডিজিটাল
মার্কেটার হিসেবে তৈরি করে বেকারত্ব সমস্যাকে দূর করার জন্য নিরলস ভাবে কাজ
করে। সাধারণত এই ফ্রিল্যান্সিং পেশা বা মুক্ত পেশার মাধ্যমে প্রতিটা বেকারকে
কর্মমূখী করে তোলা এবং সেই সাথে দেশের অর্থনৈতিক পরিবর্তন আনায়নে বিশেষ ভূমিকা
রাখতে বধ্যপরিকর হিসেবে কাজ করে থাকে।
ABM Creative IT'র প্রতিষ্ঠাতা
অ্যাডমিন জনাব
মতিউর রহমান ২০২০ সাল থেকে ফ্রিল্যান্সিং ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়
নিয়ে অত্যান্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানকে
আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজ ও দেশকে ভালোবেসে দেশের
বেকারত্বকে দূরীকরণের লক্ষ্যে ০১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ থেকে এই
ABM Creative IT'র আনুষ্ঠানিক
পথচলা শুরু করে।
02. কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস
- প্রতি (ফ্রি/পেইড) কোর্সের রেজিস্ট্রেশন ফি ৳১১০ টাকা।
- পরীক্ষা দেয়ার আবেদন ফি ৳২০০ টাকা।
- সার্টিফিকেটের জন্য আবেদন ফি ৳৩০০ টাকা।
- স্টুডেন্ট আইডি কার্ডের ফি ৳১৫০ টাকা।
- সার্টিফিকেট হারিয়ে গেলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি ২৫০ টাকা।
- পরীক্ষা দিয়ে যারা অকৃতকার্য হবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে না এবং সার্টিফিকেটের আবেদন ফি’ও অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
- ABM Creative IT'র ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হওয়ার পর রিফান্ডের কোন সুযোগ নেই।
- ABM Creative IT-তে ভর্তি হওয়ার পরে যারা সফলতার সহিত কৃতকার্য হবে কেবল মাত্র তাদেরকেই ABM Creative IT-জব অফার করে থাকে। যদি কেউ আগ্রহ থাকে তাহলে জব অফার গ্রহণ করতে পারে এবং অনাগ্রহদের ক্ষেত্রে পরবর্তী সময়ের জন্য সর্বদাই এই অফারটি চালু থাকবে (শর্ত সাপেক্ষে)।
03. সাধারণ টার্মস
- ক্ষেত্র বিশেষে আপনি ABM Creative IT'র কোন সেবা/ সার্ভিস/ কোর্সের অনলাইন ফরম জমা দেওয়ার পর উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে আপনার সাথে যোগাযোগ করতে।
- বৈদ্যুতিক গোলযোগ, কারিগরি ত্রুটি কিংবা অসাবধানতার জন্য ক্ষেত্র বিশেষে আপনার/আপনাকে সার্ভিস/সেবা/রিভিউ/কনফার্মেশন পেতে/জানাতে উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে।
- ABM Creative IT'র ০১ দিনের কর্ম ঘণ্টা (ওয়ার্কিং আওয়ার/অফিস টাইম/কর্ম দিবস) ধরা হয় সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত মোট ০৮ ঘণ্টা (শুক্রবার, টিফিন টাইম [দুপুর ০২.০০-০৩.০০] ও সরকারি ছুটির দিন ব্যতিত)। তাই ABM Creative IT'র ২৪ ঘণ্টা = আপনার হিসেবে অন্তত ০৩ দিনের সমান। (ABM Creative IT'র +8801787907741 নাম্বার ২৪/৭ খোলা থাকে। খুবই জরুরি প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন অফিস টাইমে কল করতে। এছাড়া প্রয়োজনে ফেসবুক পেজ বা হোয়াটস অ্যাপে ২৪/৭ যেকোনো সময় ম্যাসেজ দিতে পারেন। ফেসবুক পেজে প্রতিনিয়ত অনেক মানুষ ম্যাসেজ দেয় তাই ইমার্জেন্সি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ বা কল করতে পারেন।
- আপনার কাঙ্খিত সেবা/সার্ভিস/তথ্য যথাসময়ে না পেলে এই +8801787907741 নম্বরে কল করে অভিযোগ জানান।
-
সকল কোর্স ও জব এক্সপেরিয়েন্স অনলাইন সার্টিফিকের ফি ৩০০ টাকা, PDF কপির ফি
৫০০ টাকা এবং মেইন কপি/ কুরিয়ারে নিলে তার ফি ১০০০ টাকা।
- ABM Creative IT-তে কর্মরত কোনো ব্যক্তির সুনির্দিষ্ট কারণের প্রেক্ষিতে জব ক্যানসেল হয়ে গেলে উক্ত ব্যক্তি কোনো অ্যাপিল করতে চাইলে জব ক্যান্সেলের পরবর্তী ৭ দিনের মধ্যে ABM Creative IT'র অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে।
- যে কোন কোর্সের/সার্ভিসের ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে বা ABM Creative IT'র কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে ABM Creative IT-কোন ভাবে দায়ী থাকবেনা মর্মে যে কোন ধরনের আইনি সহায়তা নিতে পারে। ভুল নিয়মে পূরণকৃত/পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধনযোগ্য ও অফেরতযোগ্য।
- স্পন্সর কন্টেন্ট যদি অ্যাডসেন্স, ইউটিউব, ফেসবুক, ব্লগার কন্টেন্ট নীতিমালা বিরধী হয় তাহলে তা ABM Creative IT-থেকে সরিয়ে দেওয়া হবে স্পন্সরকারীকে অবহিত করা ছাড়াই এবং স্পন্সর মানি অফেরযোগ্য বলে বিবেচিত হবে।
- ফ্রিল্যান্স রাইটারদের নীতিমালা মেনে পোস্ট করা বাধ্যতামূলক। আর্টিকেল রাইটিং এর জন্য অফিসে এসে কোর্স করলে ফি অফেরতযোগ্য।
- দুর্ঘটনাবসত বা কোনো নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে ABM Creative IT-কোনো সার্ভিস বন্ধ হয়ে গেলে, সংশ্লিষ্ট বিষয়ের ওপর সকল দাবিদার/পাওনাদারের কোনরুপ দাবিদাওয়া থাকবে না। সাধারণত ক্যাশলেস মাধ্যমে লেন/দেনের ক্ষেত্রে ABM Creative IT-ক্যাশআউট খরচসহ লেন/দেন করে না।
- ABM Creative IT'র যে কোনো সার্ভিস/কোর্স/সেবা নেওয়ার জন্য সার্ভিস/কোর্স/সেবা গ্রহীতাকে অবশ্যই ফেসবুক, ইউটিউব, গুগল সার্চ, হোয়াটসঅ্যাপ এবং ইমেল পরিচালনায় দক্ষ হতে হবে। এছাড়াও কম্পিউটারে বেসিক জ্ঞান ধারণা থাকতে হবে (কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে যে কোন কোর্স করা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রাধান্য দেয়া হবে)।
- ABM Creative IT'র কোনো কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী বা সার্ভিস গ্রহণকারী কর্তৃক সৃষ্ট যেকোনো ধরণের অপ্রীতিকর কর্মকান্ডের দায়ভার এককভাবে ঘটনাসৃষ্টিকারীর ওপর বর্তাবে, কোনো ক্রমেই ABM Creative IT-তার জন্য দায়ী থাকবে না। ABM Creative IT'র কর্মচারীগণ ABM Creative IT'র থেকে প্রাপ্ত যেকোনো সুবিধা/বেতন/অন্যান্য উপহার সামগ্রী/ দায়িত্বপ্রাপ্ত তথ্য, কাজ, ডাটাবেজ সম্পর্কে কাউকে অবহিত/জিজ্ঞাসা করতে পারবে না প্রধান অ্যাডমিনের অনুমতি ছাড়া।
- ABM Creative IT'র ফিজিক্যাল অফিসের কর্মচারীগণকে কর্ম ঘণ্টা শুরুর অন্তত ১৫ মিনিট আগে অফিসের নিজ কক্ষে প্রবেশ করে নিজ নিজ কক্ষের ব্যবহ্নত সামগ্রী পরিষ্কারপূর্বক নিজের ব্যক্তিগত পিসি চালু করে অনলাইন ডাটাবেজে নিজের উপস্থিতি সংযুক্ত করবে। (প্রতিমাসে ০৪ বারের বেশি) অফিসে এসে অনলাইন ডাটাবেজে যথা সময়ের মধ্যে নিজের উপস্থিতি সংযুক্তি করতে ব্যার্থ হলে প্রতিবার লেট সাবমিশনের কারণে ৫০টাকা হারে বেতন কর্তন করে নেওয়া হবে। ব্রেক টাইমের ক্ষেত্রে আর্লি এবং লেইট সাবমিশনের ক্ষেত্রে একই নিয়মে জরিমানা করা হবে। কর্তন করে নেওয়া অর্থ প্রতিদিন যারা যথাসময়ে উপস্থিতি যুক্ত করে, তাদের মাঝে সমমূল্যের উপহার হিসেবে বণ্টন করে দেওয়া হবে। প্রতিমাসে জরিমানার শিকার হওয়া কর্মচারীদের কোনো প্রমোশন দেওয়া হবে না এবং সময়ানুবর্তীতার চর্চা না করার কারণে চাকরি থেকে অব্যাহতিও পর্যন্ত দেওয়া হতে পারে। অফিস টাইম শেষের প্রাক্কালে ক্লোজিং টাইমের ঘরে আর্লি সাবমিশনের ক্ষেত্রেও একই জরিমানার বিধান প্রযোজ্য হবে। প্রতিটি আন-অফিসিয়াল পার্সোনাল অ্যাক্টিভিটির জন্য বেতন থেকে জরিমানা করা হবে। আন অফিসিয়াল পারসোনাল অ্যাক্টিভিটির কিছু উদাহরণ দেওয়া হল: গেম খেলা; ফেসবুকে, ইউটিউবে ভিডিও, স্টোরি দেখা; অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া, ঘুমানো, ইত্যাদিসহ আরো অনেক কিছু। একই সাথে অবসর সময়ে এক্সট্রা অফিসিয়াল এক্টিভিটির জন্য বেতনের অতিরিক্ত বোনাসের ব্যবস্থা করা হবে। যার যেই দায়িত্ব আছে সেটা সম্পূর্ণ করার পর অবসর সময়ে আমাদের অফিসের ইনকাম বাড়ানো যাবে এরকম যে কোন চিন্তা-ভাবনা/কাজ মতামত এই বিষয়গুলোর অন্তর্ভুক্ত হবে। কর্মচারীরা অফিসে যাতায়াতকারী কারো সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত/প্রোপোজ করলে চাকরিচ্যুত হবে।
- প্রতিমাসের ০১ তারিখে জরিমানার অর্থ প্রধান অ্যাডমিনকে ক্যাশ দিতে হবে নিজ দায়িত্বে। ০১ তারিখ পার হয়ে গেলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা অন্তর্ভুক্ত হবে।
- ABM Creative IT-সম্পর্কে যে কোনো প্ল্যাটফর্মে অগঠনমূলক, অসামাজিক, অশ্রাব্য, অশ্লীল, অসত্য, বাটপারি, নীতি বিবর্জিত, আক্রমনাত্ত্বক বা অনৈতিক আচরণ (পোস্ট, কমেন্ট, ম্যাসেজ, ভয়েস/ভিডিও কল ইত্যাদি) করলে পূর্ব নোটিস ছাড়াই (ABM Creative IT'র ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে) ব্যান করা হতে পারে। ব্যানকৃত ব্যক্তি ABM Creative IT'র কোনো কোর্স/সার্ভিসে ভর্তি হয়ে থাকলে তা ক্যান্সেল করা হবে একই সাথে কোর্স/সার্ভিস ফি অফেরতযোগ্য বিবেচিত হবে। ক্ষেত্রবিশেষে উক্ত ব্যাক্তির বিরুদ্ধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
3.1 কপিরাইট নীতি
- ABM Creative IT'র এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র ABM Creative IT। যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ABM Creative IT'র ওয়েবসাইটের DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
- ABM Creative IT-তে প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ)। মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
- তাছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে ABM Creative IT'র আইটিতে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলেও ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
3.2 গোপনীয়তা নীতি
- ABM Creative IT'র ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোন তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা ABM Creative IT-দেয় না।
- আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্র্যাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকি।
- এই ওয়েব সাইটের সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত অথেনটিক অ্যাকাউন্ট/কোড ব্যবহার করতে হতে পারে।
4. কমেন্ট পলিসি
- ABM Creative IT'র যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।
- যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।
- উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।
- কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার নিষিদ্ধ।
- আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।
5. আমাদের নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে
- আপনি ABM Creative IT-প্ল্যাটফর্মের (ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অফিস ইত্যাদি) যে কোনো অংশ ভিজিট, কোর্স/সার্ভিস /ভর্তি/অর্ডার করার মাধ্যমে এই প্ল্যাটফর্মের সকল শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আপনি যদি আমাদের কোন শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে ABM Creative IT'র সকল সার্ভিস/কোর্স গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন। ABM Creative IT'র সকল সার্ভিস বা কোর্সে লাইফটাইম শতভাগ ক্লায়েন্ট স্যাটিসফিকশন গ্যারেন্টি দেওয়া হয়; তাই আপনি অসন্তুষ্ট বা আমাদের কোনো শর্ত, গোপনীয়তা নীতি ও নীতিমালার বিষয়ে আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।
06. বিশেষ দ্রষ্টব্য
- ABM Creative IT-তে প্রকাশিত বিভিন্ন কোর্সের ফ্রি ও পেইড মেম্বারশীপ রয়েছে। যে কোন কোর্সের পেইড মেম্বারশীপের সাবস্ক্রিপশন চার্জ নির্ধারণের ক্ষেত্রে ABM Creative IT'র সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
- সকল কোর্সের আবেদন, ভর্তি, আইডি কার্ড, সার্টিফিকেটের ক্ষেত্রে কোর্সের বাইরেও অতিরিক্ত ফি দেয়া সবার জন্য বাধ্যতামূলক।
- অনলাইন ও অফলাইন কোর্সের ক্ষেত্রে আলাদা ফি প্রযোজ্য (অনলাইন কোর্স বর্তমানে চালু নেই)।
- সকল সিদ্ধান্তের ক্ষেত্রে ABM Creative IT'র অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
- ABM Creative IT'র কোনো সার্ভিস বা সেবা নেওয়ার পর উপরোক্ত কোনো নীতিমালা ভঙ্গ করলে বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করলে বিনা নোটিসে ABM Creative IT'র সেই সেবা বা সার্ভিস বাতিল করার ক্ষমতা রাখে। একই সাথে জরিমানা/আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারে যা নীতিমালা ভঙ্গকারী মাথা পেতে নিতে বাধ্য থাকবে। নীতিমালা ভঙ্গের জন্য কোনো কোর্স বা সার্ভিস বাতিল হলে তার ক্রয়মূল্য অফেরতযোগ্য।
- সময়ের প্রয়োজনে বা নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যেকোন সময় পূর্ব নোটিস ছাড়াই যেকোন নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত হতে পারে।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url