বর্তমান সময়ে কোন কিছু ডাউনলোড করতে গেলে অনেক অ্যাড আসে ডাউনলোডেএ ক্লিক করলে
আবার শুধু নতুন নতুন পেজ ওপেন হয়ে যায়। আর এইসব কারণে সবােই ডাউনলোড করতে পারেন
না। এছাড়াও অনেকে বিরক্ত হয়েই এক প্রকার এই ডাউনলোড করা ছেড়ে দিয়েছে।
আপনি যদি এইরকম কোন সমস্যার স্বীকার হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার
জন্যই। আশা করি আজকের এই পোস্টটি ভালোভাবে দেখার পরে আপনার এই সমস্যার সমাধান হয়ে
যাবে ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কেনো চলুন শুরু করা যাক বিস্তারিত প্রসেস।
সূচিপত্রঃ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন ১ ক্লিকেই
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন ১ ক্লিকেই। কেমন হবে একবার ভাবুন তো, আপনি আপনার
ইচ্ছামতো কোন ভোগান্তি ছাড়াই যে কোন ভিডিওি এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন।
শুনতে হয়তো অবাক লাগছে কি ভাবে এক ক্লিকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়!
সত্যিকার অর্থে এটাই বাস্তব। অনেকেই ভিডিও ডাউনলোড করতে পারেন না। আবার অনেকেই
এ্যাড এর ঝামেলার জন্য ডাউনলোড করে না।
কিন্তু আজকের এই পোস্টে আপনাকে এমন কিছু শিখাইতে চলেছি যা শিখার পরে আপনাকে আরেএই
সমস্যা নিয়ে ভোগান্তিতে থাকতে হবে না। তবে তার আগে ৩টি স্টেপ কমপ্লিট করতে হবে।
আর এই ৩টি স্টেপ খুবই সহজ এবং ইজি প্রসেস যা আমি আপনাকে দেখিয়ে দিবো আপনি শুধু
সেই অনুসারে কাজ করবেন তাহলেই হবে। চলুন তাহলে সেই স্টেপগুলো জেনে আসা যাক।
১ ক্লিকে ইউটিউব ভিডিও ডাইনলোড দেওয়ার পূর্বের ৩টি স্টেপ সম্পূর্ণ
উপরের লিখাগুলো থেকে হয়তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন আজকে কি করতে চলেছি আর সেই
জন্যেই হয়তো পোস্টের এতোদূর পর্যন্ত এই অংশে পৌছে গেছেন। মাত্র ১ ক্লিকে ইউটিউব
ভিডিও ডাইনলোড দেওয়ার পূর্বের ৩টি স্টেপ সম্পূর্ণ করতে হবে। স্টেপগুলো নিম্নে
বিস্তারিত তুলে ধরা হলো-
স্টেপ-১: সর্ব প্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এইবার ব্রাউজার থেকে
সার্চ অপশান থেকে সার্চ দিন SaveFrom.net Extention লিখে।
এইবার উপরের লিংকটিতে ক্লিক করুন, যেইটাতে মার্ক করা করা আছে। আপনাদের ল্যাপটপ বা
ডেক্সটপেও এইরকমই আসবে।
এইবার ক্লিক করার পরে আপনার সামনে কিছু অপশান আসবে সেইখানে ১ নং অপশানে
chrome://extensions/ লিখা থাকবে। আপনার কাজ হবে ওই লিংকটি কপি করে আরেকটি ট্যাব
ওপেন করে সেখানে পেস্ট করে সেই লিংকে প্রবেশ করা।
এইবার আপনার সামনে যেই ইন্টারফেস আসবে সেখানে আপনার ডান সাইডে Developer mode
লিখা একটি অপশান আছে যেইটা অন করে দিতে হবে। আর যদি এই অপশানটি আপনার আগে থেকেই
অন থাকে তাহলে তো আর প্রয়োজন হচ্ছেনা। তবে যে কোন ভাবেই এই অপশানটি অন থাকতে হবে
এছাড়া কাজ হবে না।
স্টেপ-২: এইবার আপনি প্রথম সার্চ দেওয়ার পরে যেই লিংক এ ক্লিক করেছিলেন সেই ট্যাব
এ ফিরে যান। সম্পূর্ণ প্রসেস শেষ না হওয়া পর্যন্ত কোন ট্যাব কেটে দিবেন না। এইবার
ওই ট্যাবে আসার পরে ২ নং অপশানে যাওয়ার পরে লিখা আছে Orange Monkey এই
এক্সটেনশানটির ডান সাইডে Add Chrome লিখা আছে সেইখানে ক্লিক করে এই এক্সটেনশানটি
আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে।
ক্লিক করার পরেই একই জিনিস আপনাকে আরো ভালো ভাবে আবার আরেকটি ট্যাব ওপেন করে
দেখাবে।
এ্যাড করার সময় আপনাকে পূণরায় নোটিশ করবে আপনি কি এই এক্সটেনশানটি সত্যিকার অর্থে
অ্যাড করবেন কিনা! আপনি আবারে অ্যাড টু ক্রোম এ ক্লিক করুন এবং পরবর্তী অপশানে
চলে যান।
এইবার মার্ক করে দেখানো অপশানে ক্লিক করুন এবং পিন করুন। দেখানো অপশানে ক্লিক
করলেই সেইটা পিন হয়ে যাবে। এইবার এই অপশান থেকে প্রথম ট্যাপে আবার ফিরে যান।
স্টেপ-৩: আপনি শেষ অফশানে চলে এসেছেন। এইবার মার্ক করে দেখানো অপশানে কনফার্ম এ
ক্লিক করে কনফার্ম করুন।
এখন তীর চিহ্ন ব্যবহার করে দেখানো অপশানে প্রথমেই ওকে বাটনে ক্লিক করুন। এরপরে
আবারও কনফার্ম ইন্সটলেশন অপশানে ক্লিক করুন। তাহলেই আপনার এখান করা কাজ শেষ।
এইবার আপনি আপনার সকল ওপেন করা ট্যাবগুলো ক্লোজ করে দিতে পারেন। এইবার কি করবেন
বলেন তো? ঠিকমতো কাজ হলো কিনা চেক করবেন না? অবশ্যই চেক করতে হবে তাছাড়া কি
ভাবে বুঝবেন কাজ কতটুকু হইলো! চলুন তাহলে চেক করার জন্য ইউটিউবে প্রবেশ করি
নতুন করে। এইবার দেখুন তো ভিডিওর নিচে কোন ডাউনলোড অপশান আসছে নাকি আমার ইমেজের
মতো?
যদি আসে তাহলে বুঝবেন আপনার সেট আপ ঠিকমতো হয়েছে। আর যদি না আসে তাহলে কোন
সমস্যা হয়েছে বুঝে নিবেন। আর এইরকম হলে যদি বুঝতে না পারেন তাহলে আমার এই
পোস্টের কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনি কোন সমস্যা পড়েছেন সেইটা।
এইবার বলুন তো আপনি ১টা ক্লিক করেই ডাইনলোড করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন।
এইখানে স্টেপ ৩ টাই রয়েছে। কিন্তু এই সম্পূর্ণ প্রসেস কিছু ভাগ ভাগ করে দেখানোর
জন্য একটু বেশি বড় হয়ে গেছে যার কারণে আপনার মনে হতে পারে অনেক কয়েকটি স্টেপ।
এখন থেকে আপনি আপনার ইচ্ছামতো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। আর কোন সমস্যার
সম্মুখিন হবেন না আশা করি।
সতকর্তা অবলম্বন
কি ভাবে ইউটিউব ভিডিও ১ ক্লিকেই ডাউনলোড করবেন তা দেখানো হয়েছে। তবে সেট
আপের মধ্যে কোন প্রকার ভুল বা ত্রুটি হলে এই এক্সটেনশানটি ঠিকমতো কাজ নাও করতে
পারে। তাই অবশ্যই যেই ভাবে দেখানো হয়েছে সেই ভাবেই চেষ্টা করুন। যদি কোন কারণে
সেট আপ দিতে না পারেন তাহলে ওই এক্সটেনশান ডিলিট বা রিমুভ করে দিয়ে আবার ট্রাই
করুন অথবা কমেন্ট করে আপনি জানাইতে পারেন আপনাকে পুরো সেট আপে সহযোগীতা করা
হবে।
মন্তব্য
পরিশেষে বলা যায় এইটা সম্পূর্ণ সহজ একটি মাধ্যম ইউটিউব ভিডিও ডাউনলোড করার
জন্য। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় একটি এক্সটেনশান এইটি। তাই এর সঠিক সেট আপ
দিয়ে এর সঠিক ব্যবহার করুন। আর এই সুবিধাটি আপনি কেবল শুধু গুগল ক্রোম ব্রাউজার
থেকে পাবেন। এই ব্রাউজার যেহেতু গুগলের নিজেস্ব প্রডাক্ট তাই তারা এইটাতে
সুবিধা বেশি দিয়েছে।
এতোক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
সেই সাথে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায়
নিচ্ছি। আপনি কি রকম পোস্ট পড়তে আগ্রহী বা আপনার কি রকম পোস্ট হলে উপকার হবে তা
অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত আামদের পোস্ট পেতে এই সাইট ভিজিট করুন। কোন
প্রকার ভুল হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন,
আল্লাহাফেজ। আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url