ঈদের দিনে যে কাজগুলো করা প্রয়োজন
মুসলিম বিশ্ব জাহানের প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুই উৎসবে সকল মুসলিম আনন্দ করে থাকে। ঈদ মানে খুশি বা আনন্দ উৎসব। আর ফিতর মানে রোজা ভঙ্গ করা।
আল্লাহর সন্তুষ্টির জন্য ৩০টি রোজা পালন করে আনন্দের সাথে এই দিনে রোজা ভঙ্গ করি। তাই এই দিনকে ঈদুল ফিতর বলে। এই দিনে আমাদের অনেক কিছু করনীয় আছে যা সুন্নত। এগুলো আমাদের পালন করা প্রয়োজন। আবার অনেক ভুল ভ্রান্তিও করি। যা আমাদের সংশোধন করা উচিত।
সূচিপত্রঃ ঈদের দিনে যে কাজগুলো করা প্রয়োজন
- ঈদের দিনে যে কাজগুলো করা প্রয়োজন
- ঈদের চাঁদ দেখা
- নামাজে যাওয়ার আগে গোসল করা বা পবিত্র হওয়া
- পরিষ্কার ও পবিত্র কাপড় পরিধান করা
- ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা
- নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া
- ঈদগাহে যাওয়ার সময় তাকবির পড়া
- ঈদগাহে যাওয়া - আসার পথ পরিবর্তন করা
- ঈদের নামাজ আদায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
- ঈদের নামাজে ঈদগাহে শিশুদেরকে সঙ্গে নেয়া
- ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা
- ঈদগাহে ঈদের খুতবা শোনা
- ঈদের দিনে কিছু বর্জনীয় কাজ
- ঈদের তাৎপর্য বা পটভূমি
- শেষ কথা
ঈদের দিনে যে কাজগুলো করা প্রয়োজন
ঈদের চাঁদ দেখা
উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল-ঈমান, ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম, ওয়াত-তাওফীকি লিমা তুহিব্বু ওয়াতারদা, রাব্বী ওয়া রাব্বুকাল্লাহ।
আরও পড়ুনঃ রমজান মাসে বেশি বেশি কোরআন তেলওয়াতের ফজিলত
ঈদের তাকবির- اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ: আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ; আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লিহিল হামদ। ঈদের চাঁদ উঠা থেকেই ঈদের দিন শুরু হয়)
অর্থঃ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ মহান, আল্লাহ মহান, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
নামাজে যাওয়ার আগে গোসল করা বা পবিত্র হওয়া
পরিষ্কার ও পবিত্র কাপড় পরিধান করা
ঈদের দিনে পরিষ্কার কাপড় পরিধান করা সুন্নত। আমাদের যার যেমন সাধ্য সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা উচিত। আমাদের প্রিয় নবী (সা) সবসময় পরিষ্কার পোশাক পরিধান করতেন। ইবনুল কাইয়ুম (রহ.) বলেন- নবী (সা) দুই ঈদে সবচেয়ে সুন্দর ও উত্তম পোশাক পরিধান করতেন। তার একটা বিশেষ পোশাক ছিল, যা তিনি দুই ঈদ ও জুমার দিনে পরিধান করতেন।
ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা
নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া
ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নত। যদি সম্ভব হয় তাহলে মিষ্টি জাতীয় খাবার খাওয়া বেশি ভালো। বিশেষ করে নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত। নবী (সা) ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে নামাজে যেতেন। আনাস (রা) বলেন- নবীজী (সা) ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেয়ে ঈদ-ঊল-ফিতরের নামাজে যেতেন।
ঈদগাহে যাওয়ার সময় তাকবির পড়া
ঈদগাহে যাওয়া - আসার পথ পরিবর্তন করা
আরও পড়ুনঃ তারাবিহ নামাজ কতো রাকাত পড়বেন ৮ নাকি ২০
ঈদের নামাজ আদায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
ঈদের নামাজে ঈদগাহে শিশুদেরকে সঙ্গে নেয়া
ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা
ঈদগাহে ঈদের খুতবা শোনা
ঈদের দিনে কিছু বর্জনীয় কাজ
- রাসুল (সা) এর দেয়া নির্দেশনা ছাড়া কোনো বিদায়াত পুর্ণ কাজ বর্জন করতে হবে।
- ঈদের দিনে উচ্চস্বরে গান বাজনা করা , নাচানাচি করা, বাজি ফোটানো এসব বন্ধ করতে হবে।
- ঈদের দিনে কারো সাথে মনোমালিন্য রাখা উচিত নয়।
- ঈদের দিনে মেয়েদের অশালিন পোশাক পরিধান করা উচিত নয়।
- ঈদ একটি পবিত্র দিন। এই দিনে মুসলমানদের কোনো অশ্লীল কাজকর্ম বা কথাবার্তা থেকে বিরত থাকা উচিত।
ঈদের তাৎপর্য বা পটভূমি
ঈদ মানে আনন্দ। ঈদ মানে পবিত্রতা। এই দিন বিশ্ব মুসলমানদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন সকল মুসলিম তাদের মধ্যেকার সকল ভেদাভেদ দূর করে ভুলে গিয়ে একসাথে নামাজে দাঁড়াই। নামাজ শেষে কুশল বিনিময়, কোলাকুলি ও একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। এই দিনে এক মুসলমান অন্য মুসলমানের বাড়িতে যায়। অনেকে একসাথে খাওয়া-দাওয়া করে।
ঈদ আমাদের পাপমুক্তির দিন। আল্লাহর নির্দেশে বিশ্বাস ও নিষ্ঠার সাথে রমজানের রোজা পালন শেষ করে এই দিন আসে। সেহেতু অবশ্যই এটি একটি পাপমুক্ত দিন। এই দিনে আমরা সকল কিছু ভুলে ধনী- গরিব একসাথে ঈদ কাটানো উচিত। নিজেদের সকল অহংকার, রাগ, হিংসা, ক্রোধ নিয়ন্ত্রনে রাখতে হবে। তাহলেই এই দিনে এবং সামনের সকল দিনগুলো হবে ভাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য, সাম্য, সম্প্রীতি ও আনন্দের দিন।
শেষ কথা
ঈদুল ফিতর আমাদের জন্য অনেক আনন্দ বয়ে নিয়ে আসে। এই দিনে গরিবরা বেশি খুশি হয়। কারণ, সেদিন তাদের সব ভেদাভেদ মুছে যায়। এই দিন যেসকল সুন্নতগুলো আছে সেগুলো আমাদের পালন করার দিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের মাধ্যমে যেন কোনো বিদায়াত বা খারাপ কাজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুনঃ খেজুরের পুষ্টিগুণ ও উপকারিতা
আশা করি আজকের পোস্ট আপনার মনের অনেকটাই পরিবর্তন নিয়ে আসবে। আসুন আমরা সকলেই এক হয়ে এই দিনটাকে উদযাপন করি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে অন্যের জন্য ভালোবাসা তৈরি করি। মানুষ মানুষের জন্য এই কথাটিকে স্মরণ করে আল্লাহুর খুশির জন্য সর্বদাই কাজ করে যায়। শুধু ঈদ নয়, প্রতিটা সময়ই যেনো আমরা এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারি।
সেই আশা, আকাঙ্খা, প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে সুস্থ্য ও সুন্দর থাকুন, ভালো থাকুন এই দোয়া রাখি এবং সেই সাথে আপনার এই ঈদ ভালো ভাবে আপনার পরিবার ও পরিজনদের সাখে কাটুক সেই দোয়া করি। আল্লাহাফেজ, আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url