অনলাইনের অ্যাড বন্ধ করুন নিমিষেই - কি ভাবে অনলাইনের অ্যাড বন্ধ করবেন জেনে নিন

অনলাইনের অ্যাড বন্ধ করুন নিমিষেই। ভাবছেন কি ভাবে অনলাইনের অ্যাড বন্ধ করবেন? আপনি কি অ্যাড আসা নিয়ে চিন্তিতি? কোন কাজ করতে গেলে বা ভিডিও দেখতে গেলে আপনার সামনে অতিরিক্ত অ্যাড একের পর এক আসতেই থাকে? তাহলে আমার এই পোস্টটি আজকে আপনার জন্যই। 

অনলাইনের-অ্যাড-বন্ধ-করুন-নিমিষেই

আজকের এই পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনুরোধ রইল। আশা করি এই পোস্ট দেখার পরেই এর সঠিক বাস্তবায়ন করতে পারলেই আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন। 

সূচিপত্রঃ অনলাইনের অ্যাড বন্ধ করুন নিমিষেই - কি ভাবে অনলাইনের অ্যাড বন্ধ করবেন জেনে নিন

অনলাইনের অ্যাড বন্ধ করুন নিমিষেই

আমরা অনেকেই অনলাইনে কোন কাজ করতে গেলেই বা ইউটিউবে কোন ভিডিও দেখতে গেলেই কোন না কোন অ্যাড আসতেই থাকে। আবর কোন সাইটে গেলেই সেই সাইটেও অনেক এ্যাড আসতেই থাকে। যার ফলে কাজ করাই সমস্যা হয়ে যায়। আবার ভিডিও দেখতে গেলেও একের পর একের এ্যাড আসে। বিভিন্ন ভিডিও, প্রমোশনাল ছবি, প্রমোশনাল স্পিচ ইত্যাদি। এইসবের ফলেই মূলত কাজের বিঘ্ন ঘটে থাকে। 

আপনি কি জানেন এই ভডিও বা অ্যাড গুলো আসার জন্যেও ওই সাইটগুলো কাজ করে থাকে। আপনি যেই ভিডিও বা অ্যাড দেখছেন তার জন্যেও সেই সাইটের মালিক কিছু বেনিফিট পেয়ে থাকেন। আর সেই জন্যেই প্রত্যেকটা ক্ষেত্রেই এখন এই অ্যাড থাকবেই। আর এই অ্যাডকে একেবারে বন্ধ করে দিলেও এমন কিছু সাইট আছে যেই সাইটগুলোতে আপনি প্রবেশ করতেই পারবেন না। কোন কাজ করতে চাইলেও করতে পারবেন না।

আরও পড়ুনঃ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সহজ ২টি উপায়

কাজ করার আগে আপনাকে  অ্যাডের জন্য অনুমতি দিতে হবে। এরপরেই আপনি ওই কাজ বা ওই সাইটে প্রবেশ করতে পারবেন। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি অ্যাড বন্ধ করবেন। তাছাড়া আপনি নিজেই এই সমস্যার জন্য ভূক্তভোগী হবেন। অনেক মোটিভেশনাল কথা বলে ফেলেছি হয়তো সামান্য এই অ্যাড বন্ধ করার বিষয় জানাইতে চেয়ে। আসলে এইগুলা আপনাদের সুবিধার্থেই জানানো। 

আসলে এইসব অনলাইনের অ্যাড বন্ধ করা খুবই সহজ একটি প্রসেস। মাত্র ২ মিনিটেই এই অ্যাড বন্ধ করতে পারবেন। আর এই অ্যাড বন্ধ করার জন্য আপনাকে সরাসরি অ্যাড ব্লকার এক্সটেনশান ব্যবহার করতে হবে গুগল ক্রোম থেকে। তাহলে আপনি ওই গুগল ক্রোম ব্রাউজার থেকে যা কিছু কাজে ব্যবহার করবেন আর অ্যাড আসবেনা আপনার সামনে। তবে মাঝে মধ্যে পপআপ অ্যাডগুলো চলে আসে। যদিও এইটার পরিমাণ কম, খুব একটা ইফেক্ট পড়েনা। 

অনলাইনের-অ্যাড-বন্ধ-করুন-নিমিষেই

আপনি এই অ্যাড ব্লকার ব্যবহার করলে অন্য একটি ব্রাউজার ওপেন রাখুন যেখানে অ্যাড ব্লকার থাকবেনা। এতে করে যেইসব সাইট আপনাকে অ্যাড ব্লকারের জন্য প্রবেশের অনুমতি দিবেনা, সেই সাইটগুলোর জন্য ওই নির্দিষ্ট ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে উইন্ডোস এজ ব্রাউজার এক্সপ্লোরাল, মজিলা ফায়াল ফক্স, ওপরা, সাফারি এবং ক্রোম ব্রাউজারের আলাদা ভাবে অন্য মেইল দিয়ে আরেকটি ব্রাইজার ওপেন করে ব্যবহার করে কাজ সম্পাদন করতে পারেন। সকল ব্রাউজারে এই অ্যাড ব্লকার থেকে বিরত থাকবেন। এই অ্যাড ব্লকার কিভাবে সেটাপ দিবেন আপনার ল্যাপটপ বা ডেক্সটপের ক্রোম ব্রাউজারে সেই বিষয় জানা যাক এইবার। 

সঠিক নিয়মে অ্যাড ব্লকার সেটাপ

অনলাইনের অ্যাড বন্ধ করুন নিমিষেই। আর কোন প্রকার ভোগান্তি নাই। সরাসরি এখন আপনি নিজেই এই অ্যাড ব্লকার ব্যবহার করে বন্ধ করুন অনলাইন অ্যাড। অনলাইন অ্যাড বন্ধ করার জন্য প্রধমেই আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড ব্লকার লিখে সার্চ দিন। লক্ষ্য রাখবেন অনেক অ্যাড ব্লকার এক্সটেনশান আসবে কিন্তু এইগুলো ব্যবহারেও সতর্কতা থাকতে হবে। কারণ যে কোন এক্সেটেনশান আপনার ডিভাইসে ভাইরাস জমা করাতে পারে। 

আরও পড়ুনঃ 

আপনি কেবল গুগল স্টোর থেকে যেইগুলা পাবেন সেইগুলার মধ্যে থেকে এক্সটেনশান ব্যবহার করুন। সেইটাই বেশি নিরাপদ হবে আপনার জন্য। যেহেতু এইটা গুগলের নিজেস্ব প্রডাক্ট। আর গুগেলের প্রডাক্ট হিসেবে এইসব এক্সটেনশানে ক্রোম ব্রাউজার থেকে প্রবেশ করলে ওই ব্রাউজারের লগো দেখাবে। সেইটা দেখেই চিনবেন এইটা গুগল স্টোরের প্রডাক্ট। এছাড়াও লিখা থাকবে এইটার স্পনসার কে সেই বিষয়ে। 

স্টেপ-১ঃ আপনি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড ব্লকার লিখে সার্চ দিন এবং এই এক্সটেনশানটি খুজে বের করুন। এরপরে এই লিংকে ক্লিক করুন। 

অনলাইনের-অ্যাড-বন্ধ-করুন-নিমিষেই
স্টেপ-২ঃ ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এইবার অ্যাড টু ক্রোম এ ক্লিক করুন। 
কি-ভাবে-অনলাইনের-অ্যাড-বন্ধ-করবেন-জেনে-নিন
ক্লিক করার পরে একউ ভাবে আবারো ক্লিক করতে হবে। আপনি যখনই কোন ক্লিক করবেন এক্সটেনশান এ্যাড করার জন্য তখনই গুগল আপনাকে নিশ্চিত করতে পূণরায় একটি নোটিশ দিয়ে থাকে। এইটাতেও আগের মতো করে অ্যাড টু ক্রোম এ ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। 
কি-ভাবে-অনলাইনের-অ্যাড-বন্ধ-করবেন-জেনে-নিন
স্টেপ-৩ঃ অ্যাড করার পরে আপনাকে স্বাগতম জানানো হবে। ঠিক যেমন নিচের ইন্টারফেসটিতে জানানো হয়েছে। এইরকম ভাবেই দেওয়া হবে। এইটা দেখেই আপনি বুঝতে পারবেন আপনার সেটআপ কতটুকু ঠিক হয়েছে। এর পরে আপনার আর দুইটি ছোট্ট ছোট্ট কাজ থাকবে। এই অ্যাড ব্লকার  টাকা দিয়ে কিনেও ব্যবহার করা যায় আবার কিনেও ব্যবহার করা যায়। তবে এখানে আমরা কিনে ব্যবহার করবোনা। ফ্রি ব্যবহার করবো। 
সঠিক-নিয়মে-অ্যাড-ব্লকার-সেটাপ
স্টেপ-৪ঃ এক্সটেনশান অ্যাড করার পরে এক্সটেনশান স্টোরে বা মার্ক করে দেখানো হয়েছে উক্ত জায়গা দেখানো হয়েছে। সেখান থেকেই গিয়ে অ্যাড ব্লকার অপশানটি পিন করতে হবে। আর পিন করার জন্য ওই এক্সটেনশানের ডান সাইটে দেখানো অপশানে ক্লিক করুন। পিন করা হলেই আপনার কাজ শেষ। 
 সঠিক-নিয়মে-অ্যাড-ব্লকার-সেটাপ
স্টেপ-৫ঃ এইবার শুধু আপনি কিভাবে এই অ্যাড এক্সটেনশান অন এবং অফ করবেন সেইটা জানতে হবে। এইটা করার জন্য আপনাকে এক্সটেনশান অ্যাড করার পরে উপরের এক্সটেনশানবারে ওই এক্সটেনশানের লগো তে ক্লিক করে নিচে অন এবং অফ করে ব্যবহার করতে হবে।  
সঠিক-নিয়মে-অ্যাড-ব্লকার-সেটাপ
আপনি যদি রিজিউম করে রাখেন তাহলে অ্যাড ব্লক অফ থাকবে। আর এইটা না করলে অ্যাড ব্লক অন থাকবে। অন থাকলে অ্যাড আসবেনা আর যদি অফ থাকে তাহলে অ্যাড আসবে। 

সতর্কতা বা পাশ্বপ্রতিক্রিয়া

অনলাইন অ্যাড হয়তো আপনি এই অ্যাড ব্লকার ব্যবহার করেই এর প্রতিকার করতে পারবেন। তবে লক্ষ্য রাখবেন আজেবাজে অ্যাড ব্লকার এক্সটেনশান বা সফটওয়্যারেএর দিকে। এইসব সফটওয়্যার বা এক্সটেনশান ব্যবহার করা থেকে সাবধান থাকবেন কেনো না আপনি আপনার সুবিধার জন্য হয়তো ব্যবহার করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার সেই অ্যাড ব্লকারের জন্য আপনার ফাইল ক্রাস করছে নইতোবা বিভিন্ন সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও আপনার ল্যাপটপ বা ডেক্সটপ ভারি হয়ে যাচ্ছে। এইরকম নানা রকম সমস্যায় পড়তে পারেন। 

তাই এক্সটেনশান বা সফটওয়্যার ব্যবহারে অবশ্যই অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে হবে। গুগল সার্টিফাইড বা ভ্যারিফাইড পণ্য বা প্রডাক্টস সবসময় ব্যবহার করুন। এতে করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এছাড়াও অনেক সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না আবার অনেক সাইটের কিছু এক্সেস আপনি পাবেন না এই অ্যাড ব্লকারের জন্য। 

আরও পড়ুনঃ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের এ টু জেড - মেডিকেল ভিসা আবেদনের নিয়ম

একবার ভাবেন তো, আপনি যেই সাইটে কোন সুবিধা নিতে প্রবেশ করবেন সেই সাইট যদি আপনাকে কোন অ্যাড দেখাইতেই না পারে তাহলে আপনাকে কি সে কোন সুবিধা প্রদান করবে? ওরাতো ওই সাইট খুলেছে এইসব অ্যাড দেখিয়ে ইনকাম করার জন্য এবং সেই সাথে কোন নিদির্ষ্ট বিষয়ে সুবিধা প্রদান করার জন্য। মূল উদ্দেশ্য আয় করা। যদিও সকল ওয়েবসাইট এইরকম না। 

মন্তব্য

পরিশেষে বলা যায়, আগেও বলেছি এখনও বলছি আপনি যদি সার্বক্ষণিক অ্যাড ব্লকার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই অন্য একটা ব্রাউজার বিকল্প হিসেবে রাখুন যেইটাতে অ্যাড ব্লকার থাকবেনা। এতে করে এমন কিছু বিষয় যেইটা আপনাকে অ্যাড ব্লকারের জন্য আটকায় দিবে নিদির্ষ্ট ব্রাউজারে তখন এই বিকল্প ব্রাউজার ব্যবহার করবেন। অথবা অ্যাড ব্লকার বারবার অন এবং অফ করে পরিচালনা করতে পারেন। প্রয়োজন হলে অন করে কাজ শেষে আবার অফ করে দিবেন। এই ভাবেও করতে পারেন। তবে লম্বা সময় ধরে অ্যাড ব্লকার ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালোই। 

আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনার জন্য হেল্পফুল হবে এই কনটেন্টটি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন যেইটা আমি প্রতি পোস্টেই বলে থাকি। সকলে সুস্থ্য থাকবেন, সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশিা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কোন পছন্দের বিষয়বস্তু থাকলে কমেন্ট করে জানাবেন আশা করছি। আসসালামু আলাইকুম। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url