ভ্রমণের পূর্বে যেই বিষয়গুলো সম্পর্কে জানা থাকতে হবে
পেজ সূচিপত্রঃ ভ্রমণের পূর্বে যেই বিষয়গুলো সম্পর্কে জানা থাকতে হবে
ভ্রমণের পূর্বে যেই বিষয়গুলো সম্পর্কে জানা থাকতে হবে
ভ্রমণের পূর্বে যেই বিষয়গুলো সম্পর্কে জানা থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। তাই আশা করবো আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। এতে করে আপনি নিজেই যে কোন সময় একক ও গ্রুপ ট্যুর ব্যবস্থাপনা ও পরিচালনা করতে পারবেন। এছাড়াও বিভিন্ন এজেন্সিতে এখন ট্যুর গাইড হিসেবে আপনার কাজ করার সুযোগ ও আছে এই সকল জানা থাকলে।
আরও পড়ুনঃ পাকা বেল খাওয়ার উপকারিতা
চলুন জেনে আসি ভ্রমণের উপকারিতা সম্পর্কে
- জ্ঞান অর্জনঃ ভ্রমণ আমাদের বিভিন্ন স্থান ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ করে দেয়। এটি আমাদের দৃষ্টি-ভঙ্গিকে সম্প্রসারিত করে এবং আমাদের চিন্তা-ধারণা বদলে দেয়।
- মানসিক স্বাস্থ্যের উন্নতিঃ নতুন পরিবেশ আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি মানুষের অনুভূতিতে প্রশান্তি নিয়ে আসে।
- শারীরিক স্বাস্থ্যঃ দীর্ঘ যাত্রা, হাইকিং বা হাঁটা শারীরিক ব্যায়াম হিসেবে কাজ করতে পারে, যা শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
- সম্পর্কের উন্নতি ঘটেঃ ভ্রমণের মাধ্যমে আমরা বন্ধুত্ব, পরিবার বা সহকর্মীদের সঙ্গে সময় কাটাতে পারি, যা সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে। আর এই মাধ্যমটাই সম্পর্কের ভীত শক্ত করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে থাকে।
- প্রকৃতি প্রেম বৃদ্ধি পায়ঃ ভ্রমণ করলে যেমন জ্ঞান অর্জন হয় তেমনি বাড়ে প্রকৃতির উপর ভালোবাসা যা একটি মানুষকে স্বাভাবিক চিন্তা-ভাবনার জন্ম দেয় এবং সেই সাথে দেশপ্রেম নিয়ে ভাবতে ও বাঁচতে শেখায়।
একটি ট্যুরের আগে যেই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে হয়
- গন্তব্য নির্ধারণঃ কোথায় যেতে চান এবং কি ধরনের অভিজ্ঞতা অর্জন করতে চান তা আগে থেকেই ঠিক করে নিন। এতে করে ভ্রমণের আগে কোন প্রকার বাধার সম্মুখিন হতে হবে না।
- পরিবহন/যোগযোগ সম্পর্কে ধারণাঃ আমরা সাধারণত যে কোন জায়গাতে যাওয়ার জন্য সর্বপ্রথমেই কিভাবে যাবো এবং কোন মাধ্যম ব্যবহার করে যাবো এই বিষয়টা নিয়েই আগে ভাবি।আর যার জন্য আমাদের গন্তব্য অনুযায়ী আমাদেরেকে আগে পরিবহন ঠিক করতে হবে। আমরা কোথায় যাবো, কি ভাবে যাবো কইজন যাবো এইসব আগে থেকেই ঠিক করে রাখলে ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট হয়না।
- ব্যাগ-প্যাক প্রস্তুত করাঃ প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- পোশাক, জামা-কাপড়, ওষুধ, টিকেট এবং অন্যান্য নথি প্রস্তুত করুন।
- আর্থিক পরিকল্পনাঃ যাত্রার খরচ নির্ধারণ করুন এবং সাথে কিছু অতিরিক্ত বাজেট রাখুন। অনেক জায়গাতে অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় যদি একেবারে বাজেট ট্যুর করে থাকেন তাহলে অতিরিক্ত খরচ কোন কারণবশত লাগলে সেইটা নিয়ে ঝামেলায় পড়তে হবে।
- স্থানীয় ভাষা ও সংস্কৃতিঃ গন্তব্যস্থলের স্থানীয় ভাষা, খাদ্য, সংস্কৃতি সম্পর্কে কিছু মৌলিক ধারণা জানলে সুবিধা হবে। এতে করে ওই জায়গা এবং মানুষের সম্পর্কে অগ্রিম ধারণা থাকলে তাদের সাথে মিশতে কোন প্রকার সমস্যা হয় না।
ভ্রমণ বিলাসের প্রকারভেদ সমূহ
- অন্তঃদেশীয় ভ্রমণঃ নিজের দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ। এক কথায় দেশের মধ্যে ভ্রমণ।
- আন্তঃদেশীয় ভ্রমণঃ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ। এক কথায় দেশের বাইরে যে কোন দেশে ভ্রমণ করাই হলো আন্তঃদেশীয় ভ্রমণ।
- বিশ্ব/পৃথিবী ভ্রমণঃ পৃথিবীজুড়ে বিভিন্ন দেশ ও স্থানে একাধিকবার ভ্রমণ। আন্তঃদেশীয় ভ্রমণের সাথে এইটার সাদৃশ্য রয়েছে। তবে এই ক্ষেত্রে পুরো পৃথিবী ভ্রমণ করাই হলো বিশ্ব ভ্রমণের একমাত্র উদাহরণ। যাকে এক কথায় ওয়ার্ল্ড ট্রাভেলার বলা হয়।
অন্তঃদেশীয় ও আন্তদেশীয় ভ্রমণের প্রকারভেদ
ভ্রমণ মানুষের মনের ও আত্মার আত্মতৃপ্তির খোরাক জোগায়। ভ্রমণ করা প্রত্যেকটি ব্যক্তির জন্য স্বাধীন একটা অভ্যাস। ভ্রমণে আছে সুখ, শান্তি, জ্ঞান, আনন্দ থেকে শুরু করে অনেক শিক্ষণীয় বিষয়। বর্তমানে যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা নিজ দেশের থেকে বাইরের দেশেই ঘুরতে বেশি ভালোবাসে। আস্তে আস্তে এই দেশের মধ্যেকার ভ্রমণ শেষ করে এখন তারা এই গন্ডি পেরিয়ে দেশের বাইরে ঘুরতে যায়। অন্তঃদেশীয় ও আন্তদেশীয় এই ২ প্রকার ভ্রমণকে আবার মূলত চার ভাগে ভাগ করা যায়।
- পরিবার নিয়ে ভ্রমণ
- বন্ধুদের নিয়ে ভ্রমণ
- শিক্ষা সফর/শিক্ষামূলক ভ্রমণ বা ইস্কাশন
- প্যাকেজ ট্যুর বা কর্পোরেট ট্যুর
ভ্রমণ বিলাসের পূর্ব প্রস্তুতি
ভ্রমণ শুধু যে শখ বা অবসর সময় কাটানোর উপায় তা নয়, এটি একটি শিক্ষা ও আত্মবিশ্লেষণের মাধ্যম। তাই সময় থাকতেই ভ্রমণ করা উচিত। আমাদের জীবনে হয়তো টাকা অনেক আসবে যাবে কিন্তু সময় আর ফিরে পাবো না। তাই এই প্রকৃতি এবং প্রকৃতির বিভিন্ন রুপ বৈচিত্র ঘুরে দেখা প্রয়োজন। এতে করে জ্ঞানের পরিধি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই জ্ঞান ও শারীরিক উন্নতি সাধিত হয়। সর্বপরি বিষয় হলো ভ্রমণ একটি মানুষের দেহ ও মনকে ভালো রাখে, সেই সাথে ব্যক্তিত্বের উম্মোচন ঘটায়।
- ব্যাগ
- পোশাক
- পাসপোর্টসহ আনুষাঙ্গীক কাগজপত্র
- মোবাইলের চার্জার
- পাওয়ার ব্যাংক
- কেডস্ জুতা
- টর্চ লাইট
- ক্যামেরা
- ছাতা
- শীতের পোশাক (ওয়েদার ডিমান্ড)
- গন্তব্যে পৌছানোর আগে কিছু শুকনা খাবার
- পানি
- মেডিসিন
- ফাস্ট এইড বক্স
- দিক নির্দেশনা কাটা ইত্যাদি।
উপসংহার বা মন্তব্য
পরিশেষে বলা যায় ভ্রমণ একটি আনন্দদায়ক এবং শিক্ষণীয় বিষয়। যা মানুষের মধ্যেকার বিষন্নতা ও গ্লানিকে দূর করতে সহায়তা করে থাকে। ভ্রমণ করলে মানুষের স্বাভাবিক বিকাশ ঘটে যার ফলে সুস্থ্য ও সুন্দর মনের বহিঃপ্রকাশ ঘটে। আজ আপনার টাকা আছে কিন্তু মন বা ইচ্ছা নেই যার ফলে ঘুরতে পারছেন না। আবার অন্য দিকে যার টাকা নেই তার কিন্তু মন বা ইচ্ছা আছে, সে চাইলেও ঘুরতে যেতে পারছেনা। আবার কেউ এমনও আছে সামান্য কিছু টাকার ব্যবস্থা করতে পারলেই পরিবার নিয়ে বা নিজেই অথবা বন্ধুদের সাথে করে ছোট্ট পরিসরে দেশের মধ্যে বা দেশের বাইরে হলেও ট্যুর দিয়ে আসে।
যারা এই মধ্যবর্তী জায়গাতে আছে তারাই বেশি সুখি এবং ভালো থাকে। তাদের মনটাও অনেক ভালো হয়ে থাকে। তাই আসুন দেশ এবং দেশের বাইরে আপনার সামর্থ অনুসারে সুন্দর এই ভুবনমহিমা ঘুরে দেখি। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, আবার পোরশু টাকা আবার আসতে পারে কিন্তু সময় যেইটা যায় সেইটা আর ফিরে আসেনা। কষ্ট করে আমার এই লিখনি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার লিখনির মধ্যে কোন ভুলত্রুটি থাকলে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংশোধন করার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url