নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম-জেনে নিন ২০২৫ নার্সিং আবেদন করার সকল তথ্য
সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি নার্সিং ও মিডওয়ািইফারিতে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে। এইখানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে।
সূচিপত্রঃ নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম
- নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম
- আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
- আবেদনের পূর্বেই প্রাথমিক ধারণা
- নার্সিং ভর্তি আবেদনের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া
- আবেদন পেমেন্ট সম্পূর্ণ করার প্রক্রিয়া
- সাবধানতা অবলম্বন
- মন্তব্য
নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম
২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তির আবেদন আহ্বান করেছে উক্ত বিএনএমসি কাউন্সিল। চলুন বিস্তারি জেনে আসি কিভাবে নার্সিং ভর্তি আবেদন করতে হয় বা নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম সম্পর্কে। আপনি যদি নার্সিং ভর্তির জন্য একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য অনেক উপকারি হতে চলেছে। আজকের এই পোস্টটি সম্পূর্ণ দেখার পরে আপনি নিজেই আবেদন করা শিখে নিবেন।
নার্সিং ভর্তি আবেদন করা তেমন কোন কঠিন বিষয় নয়। আপনার ভয় পাওয়ার কোন প্রয়োজন
নাই। এই পোস্টটি দেখার পরে আপনি যদি আবেদন করতে গিয়ে কোথাও সমস্যায় পড়েন তাহলে
আমাকে নক দিলে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগীতা করবো। আবেদন করার জন্য আবেদন করার
আগে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে বোঝার পরেই আবেদনটি করতে যাবেন। আবেদনের লিংকটি
এইখানে ক্লিক করলেই পেয়ে
যাবেন।
![]() |
১ নং পেজ |
![]() |
২ নং পেজ |
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম জানার আগে সর্বপ্রথম এই আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই সম্পর্কে আগে আপনার জানা প্রয়োজন। এছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আবেদন করতে গেলে দেখা যাবে কিছু ডকুমেন্টস এর কারণে আপনার আবেদন অসম্পূর্ণ রেখে দিতে হবে। তাই আগেই আপনার এই সম্পর্কে ধারণা নিতে হবে এবং ডকুমেন্টসগুলো আপনার সংরক্ষণে রাখুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহঃ
- প্রার্থীর সদ্য তোলা এক কপি রঙ্গিন ছবি (৩০০ পিক্সেল ৩০০ পিক্সেল)
- প্রার্থীর স্বাক্ষর (৩০০ পিক্সেল ৮০ পিক্সেল)
- প্রার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল, রেজিষ্ট্রেশন, পাসের সন, বোর্ড
- আপনার যোগ্যতা অনুসারে কোর্সের নাম যেইটাতে আপনি আবেদন করতে ইচ্ছুক
আবেদনের পূর্বেই প্রাথমিক ধারণা
নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম সম্পূর্ণ ভাবে জানার জন্য আপনাকে ভালো ভাবে এই আবেদনের বাকি অশানগুলো সম্পর্কে ধারণা থাকাটা প্রয়োজন। যেনো যে কোন সমস্যায় পড়লে তা আপনি নিজেই সমাধান করতে পারেন। সাইটে বা আবেদন রিংকে প্রবেশ করার পরেই উপরের বার দিয়ে কিছু অপশান দেখা যাচ্ছে। চলুন এই অপশান সম্পর্কে কিছু ধারণা দিয়ে আসি। যা আপনার আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করে দিবে।
আমরা ছবিটিতে এখন যেইখানে অবস্থান করছি সেইটাকে বলা হয় হোম পেজ। তার পাশে আরেকটি অপশান আছে ফটো এন্ড সিগনেচার ভেলিডেটর নামে। এইটা মূলত আপনার ছবি এবং স্বাক্ষর সঠিক মাপে সাইজ করার পরেও আসলে আবেদনের জন্য সঠিক আছে কিনা বা রেজুলেশান ঠিক আছে কিনা সেইটা চেক করার জন্যই মূলত এই অপশানটি ব্যবহার করা হয়। ছবি সঠিক পামে সাইজ করলে এই অপশানটার খুব একটা প্রয়োজন পড়েনা।
এরপরে আসি পেমেন্ট স্ট্যাটাস অপশানে। এইটা মূলত আবেদনের পরবর্তী স্টেপের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। আপনি আবেদন সম্পূর্ণ করার পরে সেই আবেদন টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনের ফি পরিশোধ করার প্রয়োজন হয়। আর এই ফি পরিশোধ করার পরে আপনার ফোনে ম্যাসেজ চলে আসে। কোন কারণে যদি আপনার ফোনে ম্যাসেজ না আসে তাহলে আপনার ক্লিয়ার কনসেপ্ট এর জন্য এই অপশানে ইউজার আইডি দিয়ে পরিশোধ করা হয়েছে কিনা সেইটা চেক করা যায়। আবেদন সম্পূর্ণ হলে ইউজার আইডি পেয়ে যাবেন আবেদন কপিতে।
এরপর রয়েছে এপ্লিকেন্টস কপি। এইটা মূলত আপনার আবেদন কপি কোন কারণে হারিয়ে ফেলেছেন, ছিড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে অথবা আবেদনের সময় সার্ভর জটিলতার কারণে ডাউনলোড বা প্রিন্ট করতে না পারলে ইউজার আইডি দিয়ে এখান থেকে পূণরায় পেয়ে যাবেন। যদি কোন কারণে আপনার ইউজার আইডিও না থাকে তাহলে এই অপশানে গেলেই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি অপশান পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের এ টু জেড - মেডিকেল ভিসা আবেদনের নিয়ম
এররে নিচে প্রথমেই আবেদনের বিজ্ঞপ্তির লিংকটি দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে এই কপিটি ডাউনলোড করে নিতে পারেন। তার নিচের রয়েছে আবেদনের গাইড সংক্রান্ত নোটিশ। এইটাও আপনি আবেদন করার পূর্বে ভালোভাবে পড়ে নিবেন। আর তারপরেই থাকবে আবেদন ফরমের মূল লিংক।
নার্সিং ভর্তি আবেদনের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া

এইবার চলুন কলেজ চয়েজ দিয়ে আসি। প্রথমেই আপনি চয়েজ অনুসারে কোন কলেজ আগে দিবেন সেইটা আপনি নিজেই সিলেক্ট করে নিন। সেই অনুসারেই একটা একটা বাম পাশের কলেজের তালিকা থেকে দেখে দেখে আপনার কোর্স রিলেটেড কলেজগুলো সিলেক্ট করুন এবং মিডিলে লিখা আছে এ্যাড সেইখানে ক্লিক করুন। এইভাবে আপনি একাধিক কলেজ চয়েজ দিতে পারেন। ডানপাশে আপনার চয়েজকৃত কলেজ দেখাবে।
আবেদন পেমেন্ট সম্পূর্ণ করার প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণ করা হলে এইবার আপনার আবেদন পেমেন্ট সম্পূর্ণ করুন। এছাড়া আপনার আবেদনটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবেনা। পেমেন্ট করার জন্য প্রথমেই আপনাকে টেলিটক প্রিপেইড সিম থেকে ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে-
BNMC <space> <User ID> and send to 16222 (উদাহরণ হিসেবে- BNMC YQUFQH)
BNMC<space><Yes> <space><Pin No> and send to 16222 (উদাহরণ হিসেবে- BNMC Yes 14429671)
সাবধানতা অবলম্বন
নার্সিং ভর্তি আবেদন করার সময় নিয়ম সঠিক ভাবে অনুসরণ করতে হবে। এছাড়া আবেদন কোন কারণে ভুল হয়ে গেলে আপনার পেমেন্ট সম্পূর্ণ বৃথা যাবে। অবশ্যই সকল ফরম এবং তথ্য ভালোভাবে চেক করে মিলিয়ে নিবেন। কারণ, সাবমিট করার পরে আর কোন প্রকার সংশোধন বা সংযোজন করা যাবেনা। আবেদনটি নির্ভুল ভাবে পূরণ করুন। আবেদনে কোন প্রকার মিথ্যা বা অসংগতিপূর্ণ প্রদান থেকে বিরত থাকুন। সেই সাথে আমি এখানে যেই তথ্যগুলো দিয়ে দেখাইছি এইটা অন্যকারো তথ্য দিয়ে আমি শুদু দেখানোর জন্য ব্যবহার করেছি। আপনারা আপনাদের তথ্য অনুসারে সকল আবেদন ফরমটি ভালো ভাবে পূরণ করবেন।
মন্তব্য
নার্সিং ভর্তি আবেদন করার নিয়ম সম্পর্কে হয়তো এতোক্ষণ আপনারা সব কিছু জেনে গেছেন। এই আবেদনে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ আপনি যদি তথ্যগত কোন সমস্যা করে থাকেন তাহলে পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন না। প্রথম স্টেজে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে আপনার তথ্যগত কোন সমস্যা হলে সেইটা ভুলই থেকে যাবে। আর আপনি সর্বদাই কলেজ সিলেক্ট করুন আপনার পছন্দক্রম অনুসারে। আর আপনার চয়েজ লিস্ট শুরু থেকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখুন।
আরও পড়ুনঃ অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেওয়ার নিয়ম - ট্রাভেল ট্যাক্স সম্পর্কিত সকল তথ্য
পরিশেষে এতটুকুই বলবো আপনাদের জন্য সর্বোচ্চ সহজ করে এই পোস্ট তৈরি করেছি। যদি আপনার বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনারা কি ধরনের পোস্ট চাইছেন সেই সম্পর্কেও জানাতে পারেন। এতে করে সামনে আরো নতুন নতুন পোস্ট নিয়ে আসতে আমাকে সহায়তা করবে। আমার সকল পাঠকদের উন্নতি ও মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url