অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ-জেনে নিন নতুন লিংক দিয়ে আবেদন পদ্ধতি
আর যদি সার্ভার জটিলতা থাকে তাহলে তো আর কোন কথাই নাই। আর এই সাইটের এই রকম সমস্যা অনেক পুরোনো। তাই আগে থেকেই ফরমটা পূরণ করে ডাউনলোড করে রাখাই বুদ্ধিমানের কাজ েহবে। চলুন তাহলে আজকে এই ফরম কিভাবে পূরণ করতে হয় সেই সম্পর্কে জেনে রাখি।
সূচিপত্রঃ অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ
- অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ
- অনলাইন ফরম পূরণের প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
- অনলাইন ফরম পূরণের সম্পূর্ণ প্রসেস
- অনলাইনে পেমেন্ট সংক্রান্ত জটিলতা
- সতর্কতা অবলম্বন
- মন্তব্য
অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ
অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ করার পূর্বে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। আমরা অনেকেই আগে হয়কো ফরম পূরণ করতে পারতাম কিন্তু এখন আর ফরম পূরণের লিংকটি খুজে পাইনা। আগের লিংকে আর কাজ করেনা। তাই আর আমাদের ফরম পূরণ নিজে নিজে করতে পারিনা। আসলে এই ফরম পূরণের সাইট পরিবর্তন করার ফলে আর সেই লিংক খুজে পাওয়া সম্ভব হয়না। চলুন তাহলে আজকে এই আবেদন লিংক এর সাথে পরিচয় হই।
বর্তমানে অনার্সের ফরম পূরণ করার জন্য আমাদেরকে ems.nu.ac.bd এই লিংকে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করতে হয়। হয়তো অবাক হতে পারেন যে আসলেই এই লিংক কাজ করবে কিনা! এইরকম সন্দেহ হলে আপনি নিজেই চেক করে নিবেন। চলুন তাহলে নিম্নে আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানা যাক সেই সাথে আজকে পুরো আবেদন সিস্টেম শিখে রাখবো। এর পরে অনার্সের যে কোন ইয়ারের আবেদন ফরম আপনি নিজেই করতে পারবেন। সকল প্রসেস একই। এছাড়াও যাদের ইম্প্রুভ আছে সেইগুলাও পূরণ করতে পারবেন।
অনলাইন ফরম পূরণের প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ করার জন্য প্রথমেই আমাদের শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে। যেই নাম্বার ছাড়া এই ফরম পূরণ করা সম্ভব হবেনা। আর যার কারণে আপনি হয়তো এই কপি সাথে রাখবেন অথবা মুখে বলতে পারলেই হবে। তবে একটি সম্পূর্ণ আবেদন কেলেজে জমা দিতে হলে প্রয়োজন হয় রেজিষ্ট্রেশন কার্ডের কপি যা একবারই প্রাপ্য হয়ে থাকে, অনলাইন ফরম ফিলাপের কপি, পেমেন্ট কপি সেই সাথে প্রত্যেতটা কলেজ তাদের প্রয়োজনীয়তা অনুসারে আনুষাঙ্গিক ডকুমেন্টস অতিরিক্ত কিছু নিতে পারে।
এছাড়াও আবেদনকারী বা শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। যেই নাম্বারে সকল আপডেট পেয়ে থাকবেন। ফরম পূরণের সময় আপনার কোডগুলো আসবে সাবজেক্ট বা কোর্স অনুসারে সেইগুলোর তথ্য লাগবে যাতে করে আপনি দেখে বুঝতে পারেন আপনার পত্র কোডগুলো ঠিক আছে কিনা! অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ করার জন্য এই তথ্যটুকুই দিলে আর কিছুই লাগবেনা। চলুন তাহলে নিম্নে এইবার সম্পূর্ণ ফরম ফিলাপের আবেদনটি সম্পূর্ণ করা যাক।
অনলাইন ফরম পূরণের সম্পূর্ণ প্রসেস
অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ করার জন্য প্রথমেই আপনাকে উক্ত ফরম ফিলাপ আবেদনের লিংকে প্রবেশ করতে হবে। প্রবেশের পরে বাম সাইডে কিছু অপশান আসবে সেখানে দ্বিতীয় অপশানে থাকবে স্টুডেন্ট লগইন অপশান। সেই খানে ক্লিক করলেই আপনি আপনার আবেদন লিংকে প্রবেশ করতে পারবেন। এইখানে শুধু আপনি স্টুডেন্ট লগইন অফশানেই কাজ করতে পারবেন তাছাড়া এইখানে আপনার জন্য আর কোন অপমানের কাজ নাই।

এইবার রেজিষ্ট্রেশন নাম্বার দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করুন। এইবার দেখুন তো আপনার ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করলেন কিনা! এইটা আপনার প্যানেল। এইখানে সকল তথ্য আপনার আসবে। তবে কোন ভাবে যদি অন্যের রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে প্রবেশ করে ফেলেন ভুল করে তাহলে তো নাম দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। এইরকম হলে লেগ আউট করে বের হয়ে আসুন। অন্যের ফরম আপনি পূরণ করবেন না না জেনেশুনে।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের এ টু জেড-মেডিকেল ভিসা আবেদনের নিয়ম
অনলাইনে পেমেন্ট সংক্রান্ত জটিলতা
আবেদন সম্পূর্ণ হয়ে গেলে এইবার পেমেন্ট করা লাগবে আবেদনের। পেমেন্ট করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সকল কলেজেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট পোর্টাল চালু আছে এমনটা কিন্তু না। এমন অনেক কলেজ আছে যারা হাতে হাতে জমা নেয়। তাদের অনলাইনে কোন ওয়েবপোর্টালই নাই। তাই একাকটাস কলেজের পেমেন্ট পলিসি একাক রকম হয়ে থাকে।
এইটা পুরোটাই কলেজের সিস্টেমের উপরে ডিপেন্ড করবে। তাই পেমেন্ট ধরন বা মাধ্যমও আলাদা আলাদা হয়ে যায়। সেই কারণে পেমেন্ট সম্পর্কিত কোন তথ্য তেমন ভাবে দেখানোর উপায় নাই। যেই উপায় একসাথে সকলেরই জন্য উপকারি হতো। তাই প্রত্যেকেই কলেজের নিয়ম অনুসরণ করে স্ব-স্ব বিভাগে উক্ত কাগজ জমা দিতে হবে। বোর্ড যেই খরচ নিবে এর বাইরেও কলেজের কিছু খরচ রাগে যেইটা ফরমপূরণের সময় যোগ হয়ে যায়। আর এর ফলে টাকার পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। এতে সমস্যার কিছু নেই। এইটা কোন সিস্টেমের সমস্যা নয়। কলেজ এবং বিভাগ ভেদে এই পরিমাণটা সকলের আলাদা আলাদা হতে পারে। তবে েএকই বিভাগের একই কলেজের হলে সকলেরই সমান হবে।
সতর্কতা অবলম্বন
অনার্স ৪র্থ বর্ষের অনলাইনে ফরম পূরণ করার সময় প্রত্যেকটি বিষয় সতর্কতা সহিত ভালো ভাবে দেখেশুনে পুরণ করুন। যেনো কোন ভুল না থাকে। তেমন কোন বেশি কিছু তো লিখার প্রয়োজন পড়েনা শুধু মিলাই নিতে হয়। তাই কোন প্রকার ভুল ছাড়া আবেদনটি সম্পূর্ণ করুন। যদি কোন প্রকার ভুল হয়েও যায় তাহলে বিষয়টা বিভাগের স্যারদের বা দায়িত্বরত স্যারের পরামর্শ অনুসারে কাজ করুন। এছাড়াও অন্যের ফরম ভুল ক্রমে আপনার সামেনে আসলেও সেইগুলা পূরণ করবেন না।আরও পড়ুনঃ অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেওয়ার নিয়ম
প্রত্যেকটি বিষয়েই এবং কাজের ক্ষেত্রেই এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে অনলাইনের আবেদনের ক্ষেত্রে ভালোভাবে দৃষ্টিগোচর করতে হয়। পরবর্তীতে কোন কারেকশানের সুযোগ থাকেনা নিজে নিজে তাই সতর্কতা অবলম্বন করতে হবে। কাজ শেষ হয়ে গেলে সাইট থেকে লগ আউট করে বের হয়ে যাবেন।
মন্তব্য
পরিশেষে বলা যায় যে, আজকের এই পোস্টটি আশা করি আপনোর অনেক কাজে আসবে। ফরম পূরণ নিয়ে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। কোন প্রকার ভুল হলে তা কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। সেই সাথে কারো কোন কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাইট থেকে নাম্বার নিয়ে কল দিলে আমি সর্বেোচ্চ সহযোগীতা করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। কষ্ট করে পুরোটা পস্ট পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার কোন একটা নতুন পোস্ট নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ্য এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url