বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ-জেনে নিন আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদে সর্বমোট ২২০ জন লোক নিবে উক্ত প্রতিষ্ঠান। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সরকারি ভাবে দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত রয়েছে প্রত্যেকটি পর্যায়ের আবেদনের সুযোগ। 
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-বিশাল-নিয়োগ-জেনে-নিন-আবেদন-প্রক্রিয়া

আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে এবং কাজের অভিজ্ঞতা অনুসারে জেনে নিন আপনি কোন পদের জন্য আবেদন করার যোগ্যতা রাখেন। এছাড়াও আজকের এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখাতে চলেছি। আশা করি শেষ পর্যন্ত এই পোস্টটি দেখবেন। 

সূচিপত্রঃ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করার দিন বেলা ১০ ঘটিকার সময় থেকেই আবেদন শুরু হয়ে গেছে। আর এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভাবেই টেলিটককে প্রদান করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে সরকারি চাকুরির আবেদনগুলা সাধারণভাবেই টেলিটকের মাধ্যমেই সম্পূর্ণ করা হয়ে থাকে।
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-বিশাল-নিয়োগ
১ম পেজ

বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-বিশাল-নিয়োগ
২য় পেজ
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-বিশাল-নিয়োগ
৩য় পেজ

আবেদন করার জন্য প্রথমেই আপনি বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে বুঝে নিবেন। সবকিছু ভালোভাবে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আর এই আবেদন সবগুলাই শূন্য পদের ভিত্তিতে নেওয়া হবে। তাই দেরি না করে আপনার যোগ্যতা অনুসারে আবেদন করে ফেলুন। আবেদনের শেষ তারিখ ১৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৫ ঘটিকায়। এই সময়ের মধ্যেই আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এছাড়া আপনি চাইলেও আর এই সময় অতিক্রম হয়ে গেলে আবেদন করতে পারবেন না।

আবেদনের পূর্বে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই আবেদন করতে চাইলে প্রাথমিক ভাবে আপনার যেই ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে বা যেইসব প্রয়োজন হবে তার তালিকা নিম্নে প্রদান করা হলো-

    • প্রার্থীর ১ কপি সদ্য তোলা রঙ্গীন ছবি (সাইজ ৩০০*৩০০ পিক্সেল)
    • প্রার্থীর স্বাক্ষর (সাইজ ৩০০*৮০ পিক্সেল)
    • শিক্ষাগত যোগ্যতার তথ্য (পোস্ট অনুসারে যার যেই কইটা যোগ্যতা আছে বা দিতে পারবে)
    • জাতীয় পরিচয়পত্রের নাম্বার
    • পিতা-মাতার নাম ইংরেজি ও বাংলায় (ইংরেজি নাম পাওয়া যায়, বাংলার জন্য এন.আই.ডি লাগবে)
    • সচল মোবাইল নাম্বার 
    • সচল ইমেইল ঠিকানা
    • বিবাহিত হলে স্ত্রীর নাম এন.আই.ডি অনুসারে
    • স্মার্ট ফোন, ল্যাপটপ বা ডেক্সটপ থাকতে হবে

আরও পড়ুনঃ পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ-জেনে নিন আবেদন প্রক্রিয়া

উপরোক্ত তথ্যগুলো প্রত্যেকটি প্রার্থীর জন্যই প্রযোজ্য। তাই এইসব তথ্য সাথে করে নিয়ে আবেদন করতে বসুন অথবা যদি কোন অনলাইনের কাজ করে এমন কম্পিউটারের দোকানে গিয়ে কাজ করতে চান তাহলে সাথে করে নিয়ে যান এইসব তথ্য। এছাড়া আপনার আবেদন অসম্পূর্ণ হতে পারে আবার আবেদন না হতেও পারে।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অনলাইনে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অনলাইনে সম্পূর্ণ আবেদন করার জন্য প্রথমেই আপনাকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) এর ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে। সেখানে গেলেই নোটিশ বোর্ডে তাদের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আর সেখানেই আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় বিস্তারিত দেওয়া আছে। নীল কালারের লিখার উপরে ক্লিক করলে বিভিন্ন লিংকের উল্লেখ সংক্রান্ত তথ্যের সাইটে প্রবেশ করতে পারবেন। 
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

এই বিজ্ঞপ্তিতেই আবেদনের লিংক দেওয়া থাকবে। আমি যদিও আপনাদের সুবিদার্থে বিজ্ঞপ্তিটি উপরে দিয়ে দিয়েছি। ভালো ফাইল চাইলে ওই লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। এই আবেদন করার জন্য আরো একটি যোগ্যতা লাগবে সেইটা হলো প্রার্থীর বয়স অবশ্যই প্রত্যেকটি পদ অনুসারে হতে হবে। আর এই বয়স বের করতে হবে ১৭ মার্চ ২০২৫ এই তারিখ দিয়ে। বয়স বের করতে এই লিংকে প্রবেশ করুন। 

স্টেপ-১ঃ এই লিংকে ক্লিক করে সাইটে প্রবেশ করুন। এখানে বিজ্ঞপ্তি স্মারক নাম্বার, প্রকাশের তারিখ. আবেদন শুরুর তারিখ ও সময়, শেষের তারিখ ও সময়, পূণরায় বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক এবং আবেদনের লিংক দেওয়া থাকবে। এখান থেকে আবেদন করার জন্য এপ্লিকেশন ফরম এর উপরে ক্লিক করুন।  

বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

স্টেপ-২ঃ এইবার তির চিহ্ন ব্যবহৃত অপশানে ক্লিক করে সিলেক্ট করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন এবং পরবর্তী স্টেপে চলে যান। 
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

স্টেপ-৩ঃ এই স্টেপে আসার পরে আপনি বিজ্ঞপ্তিতে দেখে যেই পোস্ট বা পদে আবেদন করার জন্য স্থির করেছেন সেইটাতে সিলেক্ট করুন। আমি এখানে সুপারভাইজার পদে সিলেক্ট করে আমার সকল তথ্য দিয়ে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। আবেদন প্রসেস সবগুলোই একই। তাই ভয় পাওয়ার কিছু নাই আপনি আপনার পছন্দের পদে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যান। 
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

স্টেপ-৪ঃ এই রকম প্যানেল বা ইন্টারফেস আসবে। এখানে না অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যান। হ্যাঁ বাটনে ক্লিক করলে আপনার ফোনে এবং ই-মেইলে অনেক নোটিফিকেশন আসা শুরু করবে যেইটাতে আপনি বিরক্ত হতে পারেন। আর যদি আপনি এইসকল আপডেট নোটিফিকেশন পেতে চান তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। তবে আরেকটা বিষয় এইখানে হ্যাঁ দেওয়ার পূর্বে অল জব এ একাউন্ট করা থাকতে হবে এবং সেই একাউন্ট থেকে প্রাপ্ত আইডি নাম্বার এইখানে বসানো লাগবে। এতো ঝামেলা করার প্রয়োজন আছে বলে আমি মনে করছিনা আপনারা চাইলে করে নিবেন। 
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

স্টেপ-৫ঃ এইবার চলে আসছি আমাদের প্রধান আবেদনের ফরমে। আবেদনটি বুঝতে একটু কষ্ট হবে কিন্তু তাছাড়া আপনাদেরকে ভালো ভাবে উপস্থাপন করে দেখাতে পারবোনা। তাই দয়া করে কষ্ট করে দেখে নিবেন।

প্রথমেই আপনার নাম ইংরেজিতে পূরণ করুন এরপর বাংলাতে প্রদান করুন। বাবার নাম ইংরেজিতে এবং বাংলায় প্রদান করুন। মাতার নাম ইংরেজিতে এবং বাংলাতে পূরণ করুণ। এরপরে আপনার জন্ম তারিখ, আপনার জাতীয়তা, রিলিজিওন, জেন্ডার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট না দিলেও কোন সমস্যা নাই তবে জাতীয় পরিচয়পত্র নাম্বার প্রদান করতেই হবে। 

এরপরে আপনি বিবাহিত কিনা সেইটা পূরণ করুন এবং বিবাহিত হলে আপনার স্ত্রীর/স্বামীর নাম দিন, এরপরে আপনার একটি সচল মোবাইল নাম্বার প্রদান করুন এবং পরের ঘরেও সেইটা পূণরায় প্রদান করুন। আপনার ই-মেইল ঠিকানা প্রদান করুন, আপনার কোন কোটা আছে কিনা! যদি থাকে তাহলে এই অপশানে ক্লিক করলেই সকল কোটা দেখাবে যদি এর মধ্যে আপনার কোটাটি লিপিবদ্ধ থাকে তাহলে সেইটা পূরণ করুন নইতো নট এপ্লিকেবল অপশান সিলেক্ট করুন। 

আপনি ওই বিভাগে কাজ করেন কিনা বা ওই বিভাগের কোন পোস্টে নিয়োজিত আছেন কিনা সেইটা পূরণ করতে বলছে। এইটা আপনি আবারও ভালো ভাবে বুঝেন অনেকেই এইটা ভুল করেন, আপনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় আগে থেকেই কাজ করেন কিনা সেইটা দিতে বলছে যদি কাজ করেন তাহলে সেইটা কি রকম ভাবে বেতনভূক্ত সেইটা উল্লেখ করুন নইতো নট এপ্লিকেবল সিলেক্ট করুন। 

বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

আপনার ঠিকানা পূরণ করুন। প্রথমেই বর্তমান ঠিকানা প্রদান করুন। স্থায়ী ঠিকানাও যদি একই হয় তাহলে উপরের বক্সে টিক দিলেই সেইটা আর লিখার প্রয়োজন হবেনা অটো ফিলাপ হয়ে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে। কেয়ার অফ এই অপশানে অনেকেই ভুল করেন। এইখানে কেয়ার অফ বলতে প্রযত্নে বুঝিয়েছে। 

আরও পড়ুনঃ ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ-জেনে নিন আবেদন প্রক্রিয়া

আপনি কার প্রযত্নে বা কে আপনার দেখাশুনা করে আরো সহজ ভাষায় আপনার অভিভাবক কে সেইটা উল্লেখ করুন। ছেলে-মেয়েদের ক্ষেত্রে বেশির ভাগ মানুষই বাবার নাম প্রদান করে থাকেন। তবে যদি বিবাহিত হয়ে থাকেন আর আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই বর্তমানে যেহেতু স্বামী আছে তাই স্বামীর নাম প্রদান করুন। আপনি যদি বিয়ের পরেও বাবার বাসায় থাকেন বা আপনার বাবা আপনার দেখাশুনা করে তাহলে বাবার নাম প্রদান করুন।
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

এরপরে আপনি এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স (স্নাতক), মাস্টার্স (স্নাতকোত্তর) যার যেই কইটা আছে এবং আবেদনে যেই কইটা দিতে বলেছে সেই কইটা তথ্য পূরণ করুন। আবেদনে যা চেয়েছে আপনি চাইলে তার বেশি দিতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তবে। তবে আবেদনে যা চেয়েছে আপনার তার কম থাকলে আপনি আবেদন করার সক্ষমতা অর্জন করতে পারেননি বলে বিবেচিত হবেন। 

আমি যদিও এখোনো গ্রেজুয়েশন শেষ করতে পারিনাই কিন্তু দেখানোর জন্য ভুল তথ্য দিয়ে পূরণ করলাম আপনারা এইটা করবেন না। অতিরিক্ত কোন যোগ্যতা যদি থাকে তাহলে সেইটা প্রদান করুন নইতো কিছুই করার প্রয়োজনীয়তা নেই। আপনার পরিক্ষার নাম, রোল, পাসের সন, ফলাফল, বোর্ড এইসব তথ্য প্রয়োজন হবে। 
বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া

এইবার সিকিউরিটি কি বা কয়েকটি ইংরেজি সংখ্যা দেওয়া থাকবে সেইটা দেখে দেখে সম্পূর্ণ লিখা নিচের ঘরে পূরণ করতে হবে এবং ইংরেজিতে একটি অঙ্গীকারনামা দেওয়া আছে সেইখানে টিক চিহ্ন ব্যবহার করে সাবমিট বাটনে ক্লিক করুন।

স্টেপ-৬ঃ এইবার আপনি এতোক্ষণ যা পূরণ করলেন অনলাইন ফরমে সেইটার একটি প্রিভিউ দিবে আপনি যেনো ভালো ভাবে মিরাই নিতে পারেন। আপনি ভালো ভাবে দেখে নিবেন। যদি ঠিক থাকে তাহলে নিচে আপনার ৩০০ পিক্সেল ৩০০ পিক্সেল মাপের সদ্য তোলা রঙ্গিন ছবি আপলোড দিন এবং ৩০০ পিক্সেল ৮০ পিক্সেল মাপের স্বাক্ষর আপলোড দিন। সেই সাথে অঙ্গীকারনামায় ক্লিক দিয়ে সম্মতি পোষণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে একটি পূর্ণাঙ্গ আবেদন কপি প্রদর্শিত হবে। আর যদি কারেকশান থাকে তাহলে অবশ্যই তির চিহ্ন ব্যবহারকৃত জায়গাতে ক্লিক করলে আপনাবে আবার প্রথম অবস্থায় নিয়ে যাবে সংশোধন করার জন্য।

বাংলাদেশ-সমরাস্ত্র-কারখানায়-অনলাইনে-সম্পূর্ণ-আবেদন-প্রক্রিয়া
পেমেন্ট হয়ে গেলে আর আবেদন কারেকশান করা যায়না। চাইলে যতবার ইচ্ছা পেমেন্ট এর আগে আবেদন করতে পারবেন। আর পেমেন্ট এর পরেও আবেদন করতে পারবেন তবে আপনার পেমেন্ট এর অর্থ বৃথা যাবে সেইটা অফেরৎযোগ্য। আবেদন কপি ডাউনলোড হলে সেইটা সংরক্ষন করে রাখবেন আর যদি সম্ভব হয় বাইরে থেকে অথবা আপনার ব্যবস্থা থাকলে প্রিন্ট করে রাখবেন। 

আবেদন পেমেন্ট করার ফুল প্রসেস

আবেদন হয়ে গেলে এইবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট এর জন্য আগে বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে আপনার কত নং আবেদন এবং সেই আবেদনের আন্ডারে কত টাকা কাটবে। টেলিটক সিমের মাধ্যমেই এই পেমেন্ট সম্পূর্ণ  হবে। তাই আপনার কোন টেলিটক সিম থাকলে সেইটাই ফ্লেক্সি করে আবেদনের সমপরিমাণ টাকা লোড দিয়ে রাখতে হবে। প্রথম ম্যাসেজ করার পরে রিপ্লাই ম্যাসেজ আসবে এবং সেখানে আপনার নামসহ পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে পরবর্থী ম্যাসেজ পাঠাইতে হবে। এপরেই আপনার কাছে ফাইনালি আবেদনের পেমেন্ট সম্পূর্ণ হওয়ার ম্যাসেজ আসবে যেইটা আপনার কাছে সংরক্ষণ করে রাখা লাগবে। পরবর্তীতে এই ম্যাসেজের প্রয়োজন হবে। আবেদনের পেমেন্ট সম্পূর্ণ করার জন্য নিম্নের চিত্রে দাগ দেওয়া ইউজার আইডি প্রয়োজন হবে এবং আনপেইড দেখাবে। পেমেন্ট করার পরে এই কপি পূণরায় ডাউনলোড দিলে সেখানে পেমেন্ট দেখাবে।

আবেদন-পেমেন্ট-করার-ফুল-প্রসেস


প্রথম ম্যাসেজঃ BOF<স্পেস>ইউজিার আইডি<স্পেস>পাঠান 16222 নাম্বারে 

                            (BOF 7T9P35AU => 16222)

দ্বিতীয় ম্যাসেজঃ BOF<স্পেস> YES<স্পেস>পিন নাম্বার<স্পেস>পাঠান 16222 নাম্বারে

                               (BOF YES B893683 => 16222)   

আবেদন-পেমেন্ট-করার-ফুল-প্রসেস
এইভাবে পাঠানোর পরেই আপনার ফোনে পেমেন্ট এর ম্যাসেজ চলে আসবে। অনেক সময় দেরিতেও আসতেক পারে। ম্যাসেজ আসতে দেরি হলে আবেদনের সাইটে পেমেন্ট অপশান আছে উপরে সাইডে ওখানে আবেদনের ইউজার আইডি দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন। 

সাবধানতা বা সতর্কতা

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এইটা একটি সরকারি চাকুরির আবেদন। তাই খুব ভালোভাবে সতর্কতার সহিত ফরম পূরণ করবেন। মনে রাখবেন সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অনুসারে পূরণ করবেন। ফরমে সকল তথ্য সঠিক এবং নিভূল ভাবে দেওয়ার চেষ্টা করবেন। জেনে-বুঝে কোন ভুল তথ্য প্রদান করবেন না।  

আবেদনের পেমেন্ট অফেরৎযোগ্য। এইসকল তথ্য ভালো মতো জেনে বুঝে বিজ্ঞপ্তি পুরোটাই পড়ে তারপরেই আবেদন করা শুরু করবেন। সার্ভার জটিলতা থাকলে আবেদন পরে করাই ভালো। এছাড়াও এই আবেদনের মেয়াদ শেষ হওয়ার পরেও ৭২ ঘণ্টা পর্যন্ত পেমেন্ট করা যায়। তাই কোন কারণবশত আবেদন করে রেখেছেন কিন্তু পেমেন্ট করা হয়নি ডেট পার হয়ে গেছে বলে এইরকম হলে বয় পাওয়ার দরকার নাই। 

মন্তব্য

পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক পদ সংখ্যা আছে যেইগুলোতে আপনি দেখে দেখে একাধিক পড়েও আবেদন করতে পারবেন। তবে আমার সাজেশান হবে একই গ্রেডে একসাথে একটাই আবেদন করুন। এর বেশি আবেদন করবেন না। যদি একি সাথে পরিক্ষার ডেট পড়ে তাহলে আপনি যে কোন একটা পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একই গ্রেড হওয়ার কারণে অনেক সময় এইরকম হয়ে থাকে। এই পুরো প্রসেস ভালোভাবে দেখেশুনেও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কোন অনলাইনের কাজ করে এমন দোকানে গিয়ে আপনার আবেদন সম্পূর্ণ করুন।

আরও পড়ুনঃ কিভাবে ঘরে বসেই মেয়েরা ইনকাম করবে

আজকের এই পোস্টে আমার কোন তথ্য ভুল বা অস্পষ্ট থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্যই এই পোস্টটি প্রস্তুত করেছি তাই ভুল হতেই পারে। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন ভুলগুরো যেনো আমি সংশোধন করার সুযোগ পাই এবং আপনারা কি রকম পোস্ট চাইছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের চাওয়ার সর্বচ্চ মূল্য দিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ্য থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url