পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ-জেনে নিন আবেদন প্রক্রিয়া

পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কতৃপক্ষ। ১৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৬৯ জনের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ১৪ জানুয়ারী ২০২৫ এ। আবেদন শুরু হয়েছে ১৬ জানুয়ারীতে এবং শেষ হবে আগামী ০৫ ফেব্রুয়ারীতে। 

পোস্টাল-একাডেমিতে-নতুন-বিজ্ঞপ্তি-প্রকাশ-জেনে-নিন-আবেদন-প্রক্রিয়া

আজকে আপনাদের সাথে আবেদনের সম্পূর্ণ বিষয় তুলে ধরবো এবং প্রয়োজনীয় কি কি তথ্য লাগবে সেই সম্পর্কে ধারণাসহ সম্পূর্ণ আবেদনটি করে দেখাবো। যত ধরনের জটিলতা আছে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করেই যাবো। পুরোটা সময় আমাদের এই পোস্টের সাথে থাকুন এবং নিজেই আবেদন করা শিখুন। 

সূচিপত্রঃ পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ-জেনে নিন আবেদন প্রক্রিয়া

পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আবেদনটি শুরু হয়েছে ১৬ জানুয়ারি তে এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারীতে। উক্ত আবেদনের জন্য আগ্রহী প্রার্থীগণ আগামী ১৬ তারিখের মধ্যেই অনলাইন পোর্টালে গিয়ে তাদের নিজ নিজ আবেদন সম্পূর্ণ করতে হবে। এই সময়ের পরে কোন প্রার্থীগণ আবেদন করতে চাইলেও আর আবেদন সম্পূর্ণ করতে পারবে না। তবে কর্তৃপক্ষ যদি সময় বৃদ্ধি করেন তাহলে বৃদ্ধিকৃত সময় পর্যন্ত আবার আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সেই সম্ভাবনা খুবই কম। 

আরও পড়ুনঃ ১লা ফাল্গুন ২০২৫ ইংরেজি তারিখ

যদি সার্ভার জটিলতা থাকে এবং সময় খুব কম হয়ে যায় আবেদনের জন্য তাহলে সেই ক্ষেত্রে সময় বাড়াই অনেক সময়। আবেদন সঠিখ ভাবে পূরণ করা হলে সেই আবেদনের পেমেন্ট করা লাগবে এবং পেমেন্ট হয়ে গেলে প্রার্থীর আবেদনে দেওয়া মোবাইল নাম্বারে এসএমএস যাবে সেই ম্যাসেজটি ভালোভাবে সংরক্ষণ করা লাগবে পরবর্তীতে সেইটা আবার কাজে লাগবে এ্যাডমিট তোলার জন্য। চলুন তাহলে এইবার আবেদন কি ভাবে করবেন সেই বিষয়ে জানা যাক। একটি আবেদন প্রক্রিয়া জানলে এই রকম সকল আবেদন আপনি একাই সর্ম্পূ করতে পারবেন।

পোস্টাল-একাডেমিতে-নতুন-বিজ্ঞপ্তি-প্রকাশ-জেনে-নিন-আবেদন-প্রক্রিয়া
পোস্টাল-একাডেমিতে-নতুন-বিজ্ঞপ্তি-প্রকাশ-জেনে-নিন-আবেদন-প্রক্রিয়া

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ

প্রথমেই আসি আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ কি কি লাগবে সেই বিষয়ে। প্রত্যেকটি আবেদনের জন্য আলাদা আলাদা তথ্য চাইতে পারে। তবে সরকারি আবেদনগুলা প্রায় সবগুলাই একই রকম তবে মাঝে মধ্যে কিছু পরিবর্তন থাকতে পারে। দুই কে তিনটা তথ্য হয়তো নতুন বা অমিল পেতে পারেন। তাছাড়া সব কিছুই একই থাকে। আবার কোন কোন সময় কোন পরিবর্তন লক্ষ্য করা যায় না। চলুন তাহলে ডকুমেন্টসগুলো কি কি সেই বিষয়ে জানা যাক-

  • প্রার্থীর ১ কপি সদ্য তোলা রঙ্গীন ছবি (সাইজ ৩০০*৩০০ পিক্সেল)
  • প্রার্থীর স্বাক্ষর (সাইজ ৩০০*৮০ পিক্সেল)
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য (পোস্ট অনুসারে যার যেই কইটা যোগ্যতা আছে বা দিতে পারবে)
  • জাতীয় পরিচয়পত্রের নাম্বার
  • রক্তের গ্রুপ নির্ণয় করা থাকতে হবে
  • পিতা-মাতার নাম ইংরেজি ও বাংলায় (ইংরেজি নাম পাওয়া যায়, বাংলার জন্য এন.আই.ডি লাগবে)
  • সচল মোবাইল নাম্বার 
  • সচল ইমেইল ঠিকানা
  • বিবাহিত হলে স্ত্রীর নাম এন.আই.ডি অনুসারে
  • স্মার্ট ফোন, ল্যাপটপ বা ডেক্সটপ থাকতে হবে

নিজের আবেদন নিজেই কিভাবে সম্পূর্ণ করবেন

নিজের আবেদন নিজেই কিভাবে সম্পূর্ণ করবেন এই বিষয়ে যদি আপনার মনের মধ্যে কোন আগ্রহ জাগে তাহলে আমি বলবো পোস্টটি আপনার জন্য অনেক উপকারে আসবে। আপনাকে এই পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ করছি আশা করি আজকে আপনি এই পোস্টটি পড়ার পড়ে এই আবেদনে আপনার আর কোন প্রকার সমস্যা থাকবে না। 

প্রথম ধাপঃ প্রথমেই আমাদেরকে আবেদনের লিংক এ প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে নিম্নের ইন্টারফেসটি প্রদর্শিত হবে। 
নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন

এইরকম প্রদর্শিত হওয়ার পরে এডভারটেসমেন্ট এ ক্লিক করলে উক্ত বিজ্ঞপ্তিটি প্রদর্শিত হবে। আর যদি নিচের এপ্লিকেশন ফরম এ ক্লিক দেই তাহলে আবেদনের লিংক ওপেন হবে। 

দ্বিতীয় ধাপঃ নিচের দেওয়া ছবিটির মতো ইন্টারফেস আসবে। এখানে সকল পোস্টের তালিকা থাকবে। আপনি আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নিবেন আপনি কোন আবেদনের জন্য যোগ্য এবং কোন পোস্টে আবেদন করবেন। আগে থেকেই যদি সিলেক্ট করা থাকে তাহলে আবেদনের সময় কোন প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি আবেদন করতে পারবেন। এই তালিকার মধ্যে আপনার যোগ্যতার অুনসারে পছন্দেরেএকটি পোস্টে ক্লিক করুন।

নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন

তৃতীয় ধাপঃ দ্বিতীয় ধাপ অতিক্রম করার পরে এইরকম ইন্টারফেস আসলে হ্যাঁ অথবা না ক্লিক করে নেক্সট এ ক্লিক করা লাগবে। যদি সকল জব অফারগুলো মোবাইলে পেতে ম্যাসেজ পেতে চান তাহলে হ্যাঁ দিতে হবে আর যদি আপডেট পেতে না চান তাহলে না সিলেক্ট করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আবেদনকৃত পদের জন্য একটি অনলাইন ফরম চলে আসবে আপনার সামনে।

নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন

চতুর্থ ধাপঃ নিম্নের এই ইন্টারফেসটি আসার পরে এখন আপনাকে খুব ভালো ভাবে এবং সতর্কতার সাথে ফরমটি পূরণ করতে হবে। কোন ভূল হলে আপনি পূণরায় প্রথম থেকে যেই ভাবে আবেদন করবেন সেই একই ভাবে আবেদন করতে হবে। আর যতবার ইচ্ছা আবেদন করতে পারবেন তবে যদি পেমেন্ট করে দেন তাহলে অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করার অনুমতি আপনাকে না দিতেও পারে। আবার অনেক ক্ষেত্রে পেমেন্ট করলেও যতবার আবেদন করে পেমেন্ট করবেন সেই কইবারই আপনাকে অনুমতি দিয়ে থাকে। তাই সাবধানতার সহিত এই ফরমটি পূরণ করুন।

আরও পড়ুনঃ অ্যালোভেরা গাছের উপকারিতা ও অপকারিতা

 
নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন
ফরমটি একসাথেই দেখাবে। অনেক বড় ফরম হওয়ার কারণে আপনাদের বোঝার জন্য খন্ড খন্ড করে দিয়ে দেখালাম। এইরকম ফরম আসবে আপনার সামনে। যেই ভাবে এই ফরমটি পূরণ করবেন-
  1. প্রথমেই আসবে প্রার্থী নাম ইংরেজিতে।
  2. তারপরে থাকবে প্রার্থীর নাম বাংলাতে।
  3. প্রার্থীর বাবার নাম ইংরেজিতে।
  4. প্রার্থীর বাবার নাম বাংলাতে।
  5. প্রার্থীর মায়ের নাম ইংরেজি।
  6. প্রার্থীর মায়ের নাম বাংলাতে।
  7. জন্ম তারিখ দিতে হবে জাতীয় পরিচয়পত্র অনুসারে।
  8. আপনার জাতীয়তা কি সেইটা উল্লেখ করতে হবে। এইটা অবশ্যই বাংলাদেশি হবে।
  9. এরপরে আপনার ধর্ম কি সেইটা উল্লেখ করবেন।
  10. আপনি কোন লিঙ্গের সেই উল্লেখ করুন।
  11. জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে।
  12. জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন (জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলে আর এইটা দেওয়ার প্রয়োজন নাই। তবে চাইলে আপনি এই তথ্যটাও দিতে পারেন কোন বাধ্যবাধকতা নেই)।
  13. পাসপোর্ট নাম্বার প্রদান করুন (যদি থাকে দিয়ে দিবেন তবে না দিলেও কোন সমস্যা নেই)।
  14. প্রার্থী বিবাহিত কিনা সেইটা উল্লেখ করুন (বিবাহিত হলে স্ত্রীর নাম উল্লেখ করার অপশান আসবে সেখানে স্ত্রীর নাম লিপিবদ্ধ করুন)।
  15. মোবাইল নাম্বার প্রদান করুন।
  16. উপরে যেই মোবাইল নাম্বার প্রদান করবেন সেই একই মোবাইল নাম্বারটি এখানেও প্রদান করবেন।
  17. আপনার যদি কোন ইমেইল থাকে তাহলে প্রদান করুন। অনেক সময় না দিলেও হয় তবে যদি বাধ্যতামূলক হয় তাহলে যে কোন একটা ইমেইল দিলেই হবে তবে চেষ্টা করবেন নিজের ইমেইল ঠিকানাটি প্রদান করার জন্য।
  18. এরপরে থাকবে কোটার অপশান যাদের কোটা থাকবে শুধু তারাই এই কোটা ব্যবহার করবেন আপনার কোট অনুসারে আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই নট এপ্লিকেবল সিলেক্ট করবেন। (উল্লেখ্য যে কোটা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকতে পারে আপনি যদি কোটার উপযোগী হয়ে থাকেন তাহলে আপনাকে দেখে নিতে হবে আপনার ক্যাটাগরিটি এখানে উল্লেখ আছে কিনা। থাকলে সেই অনুসারে বসাবেন আর না থাকলে প্রয়োজন নেই)।
  19. ডিপার্টমেন্ট স্ট্যাটাস এ গিয়ে যদি আপনি ওই পোস্টালে কোন শাখায় বা পোস্টে কাজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ডিপার্টমেন্ট স্ট্যাটাসের আওতায় পড়বেন। আপনার পোস্টের ধরণ এই ক্ষেত্রে উল্লেখ করতে হবে। আপনি চাইলে না দিয়েই সেইটা পূরণ করতে পারেন তবে সকল তথ্য সঠিক ভাবে দেওয়াই ভালো। এছাড়া এইটা প্রমাণিত হই যে আপনি প্রতারণা করছেন। যদি ডিপার্টমেন্ট এর স্ট্যাটাস না হয়ে থাকে তাহলে নট এপ্লিকেবল সিলেক্ট করবেন উপরেরটার মতো মতো করে। 
    নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন
  20. বাম দিকে বর্তমান ঠিকানা এবং ডান দিকে স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে। কেয়ার অফ বলতে কার প্রযত্নে আছে প্রার্থী তার নাম দেওয়া লাগবে। সাধারণত সবাই বাবা অথবা মায়ের নামটি দিয়ে থাকি। আপনার বাবা বেঁচে থাকলে বাবার নামটাই দিবেন। তারপরের ঘরে শুধু গ্রামের নাম, জেলা, উপজেলা, পোস্ট অফিস এবং ওই পোস্ট অফিসের কোড উল্লেখ করতে হবে। দুই সাইডেই ঠিকানা অনুসারে এই তথ্যগুলি প্রদান করা লাগবে। 
  21. শিক্ষাগত যোগ্যতা-তে এসে প্রথমেই চাইবে পরীক্ষার নাম, রোল নাম্বার, বিভাগ/গ্রুপ/বিষয়, বোর্ড, ফলাফল এবং পাসের সন উল্লেখ করতে হবে। একই ভাবে আপনার প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করতে হবে। এসএসসি, এইচএসসি, স্নাতক ডিগ্রী, স্নাতকোত্তর ডিগ্রী এবং কোন অতিরিক্ত যোগ্যতা/অভিজ্ঞতা/প্রশিক্ষণ যদি থেকে থাকে তাহলে উল্লেখ করতে হবে।
    নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন
  22. সকলের শেষে সিকিউরিটি কি আসবে সেইটা উল্লেখিত ঘরে বসানোর পরে একটি অঙ্গীকারনামা ইংরেজিতে দেওয়া থাকবে সেইটা ভালোভাবে পড়ে নিয়ে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিতে হবে।
    ডাউনলোড-এপ্লিকেশন-কপি-এই-অপশানের-কাজ-কি


    নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন
  23. সাবমিটে ক্লিক করার পরে পূণরায় আবেদনটি রিভিউ করার অপশান দিবে ভালো ভাবে চেক করে নিতে হবে যদি ভূল থাকে তাহলে এডিট এর অপশান পাবেন আর যদি মনে করেন যে ঠিক আছে তাহলে সর্ব শেষে ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়ার অপশান পাবেন সেইখানে ক্লিক করে ছবিটি এবং স্বাক্ষরটি আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আরো একটি অঙ্গীকার পাবেন সেইখানও ক্লিক করে সিলেক্ট করে নিবেন তাছাড়া আবেদন সাবমিট হবে না।
    নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন
      নিজের-আবেদন-নিজেই-কিভাবে-সম্পূর্ণ-করবেন
  24. সাবমিট করার পরে আবেদনটি সম্পূর্ণ করা হয়ে যাবে এরপরের কাজটি হবে আবেদন কপিটি ডাউনলোড করা। 

বিশেষ নোটঃ 
  • অবশ্যই সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। 
  • কোন প্রকার চিটিং বা প্রতারণা করা যাবে না। 
  • কোন প্রকার মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। 
  • লাল আকার ধারণ করা অপশানগুলো পূরণ করা বাধ্যতামূলক।

আবেদনটি সাবমিট এর পরবর্তী কাজ এবং পেমেন্ট করবেন কি ভাবে

আবেদনটি সাবমিট এর পরবর্তী কাজ হবে আবেদন কপিটি ডাউনলোড করে রাখা এবং ডাউনলোড করার পরে ওই আবেদন কপিতে ইউজার আইডি পাবেন যেইটা প্রত্যেকটা আবেদনের জন্য ভিন্ন ভিন্ন ইউনিক আইডি হয়ে থাকে। এই আইডি দিয়ে এখন আপনার আবেদনটি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে একটা মোবাইলে বা মডেম ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে সম্পূর্ণ  করতে হবে। পেমেন্ট করার জন্য নিম্নের সূত্রটি ফলো করতে হবে। 

PMGNC USER ID লিখার পরে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। পাঠানোর পরে ফিরতি ম্যাসেজে আপনাকে পিন নাম্বার প্রদান করবে সেই পিন নাম্বার দিয়ে আবারও নিম্নের ফরমেটে পাঠিয়ে দিতে হবে।


PMGNC YES পিন নাম্বার লিখার পরে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এরপরে আবারো কনফরমেশন ম্যাসেজ আসবে। আর এই ম্যাসেজ আসলেই আপনার কাজ শেষ। ম্যাসেজটি ঠিকমতো রেখে দিতে হবে। পরবর্তীতে এ্যাডমিট তোলার জন্য এই ম্যাসেজের প্রয়োজন হবে। যদি ম্যাসেজটি হারিয়ে ফেলেন তাহলে রিকাভারি করা লাগবে।

ডাউনলোড এপ্লিকেশন কপি এই অপশানের কাজ কি

ডাউনলোড এপ্লিকেশন কপি এই অপশানের কাজ মূলত আপনার আবেদনকৃত কপি যদি পূণরায় ডপেতে চান কিংবা আবেদনের সময়কারটা যদি হারিয়ে ফেলেন তাহলে পূণরায় ডাউনলোড করার জন্য এই অপশানটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে গিয়ে ম্যাসেজ অপশানে আবেদনের পেমেন্ট করার পরে যেই ম্যাসেজটা আসছিলো ওই ম্যাসেজে ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে সেইটা প্রদান করে আপনি পূণরায় আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন। 
ডাউনলোড-এপ্লিকেশন-কপি-এই-অপশানের-কাজ-কি

আবেদনের পরে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা কি ভাবে বুঝবেন

আবেদনের পরে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা তা বোঝার প্রধান এবং অন্যতম উপায় হলো অনলাইনের মাধ্যমেই চেক করা। সাইটের আবেদনের অপশানে গেলেই দেখা যাবে পেমেন্ট স্ট্যাটাস লিখা আছে সেইখানে ক্লিক করলেই শুধু ইউজার আইডি দেওয়ার অপশান আসবে। সেইখানে ইউজার আইডি প্রদান করেই আপনি দেখতে পাবেন আপনার আবেদনটির পেমেন্ট করা সম্পূর্ণ হয়েছে কিনা! পেমেন্টে ১-৮ নং পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা এবং ৯-১৮ নং পদের জন্য ৫০ টাকা ও সার্ভি স চার্জ ৬ টাকা প্রদান করতে হবে যা সম্পূর্ণ অফেরতযোগ্য।   
আবেদনের-পরে-পেমেন্ট-সম্পূর্ণ-হয়েছে-কিনা-কি-ভাবে-বুঝবেন

এ্যাডমিট কার্ড পাবেন কি ভাবে

এ্যাডমিট কার্ড পাওয়ার জন্য পোস্টাল এর আবেদনের লিংক এ ক্লিক করে মেইন সাইটে আসা লাগবে।এখানে আসার পরে ইউজার আইডি এবং ম্যাসেজে আসা পাসওয়ার্ড প্রদান করে আপনার এ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে আবেদনের পরেই আপনি এই এ্যাডমিট পাবেন না। কর্তৃপক্ষ যখন আপনাকে ডাকবে তখন আপনাকে ম্যাসেজের মাধ্যমে অবগত করবে। তখন আপনাকে অনলাইনে গেলে এ্যাডমিট দিয়ে দিবে। বর্তমানে যেহেতু কোন এ্যাডমিট দিচ্ছেনা তাই এখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেওয়ার অপশানটা দেখাবেনা। 
এ্যাডমিট-কার্ড-পাবেন-কি-ভাবে

ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে রি-কভারি করবেন যেই ভাবে

ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে রি-কভারি করার জন্য প্রথমেই আপনাকে ইউজার আইডি, মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড বের করে নিতে হবে। কথা হলো এখন আপনার কাছে ইউজার আইডিও না থাকে তাহলে কি করবেন? খুবই সহজ, এইরকম হলে ওই অপশানেই উপরেই ফরগেট ইউজার আইডি আছে ওখানে ক্লিক করলেই আরেকটি তথ্য ছক আসবে যেখানে নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, যেই পোস্টে আবেদন করা ছিলো ওই পোস্টের নাম সঠিক ভাবে লিখে ফাইন্ড করলেই ইউজার আইডিও বের হয়ে আসবে। 
ইউজার-আইডি-বা-পাসওয়ার্ড-ভুলে-গেলে-রি-কভারি-করবেন-যেই-ভাবে

মন্তব্য বা শেষ কথা 

পরিশেষে আবারো বলতে চায় এই পোস্টাল একাডেমিতে নতুন বিজ্ঞপ্তি প্রকশে করার মাধ্যমে অনেকেই হয়তো আবেদন করতে চাইবেন এবং আবেদন করতে গিয়ে কোন সমস্যায় পড়লে আমি আপনাদের জন্য সর্বদায় প্রস্তুত আছি। কমেন্ট করবেন সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। এছাড়াও যদি বুঝতে কোন প্রকার সমস্যা হয় তাহলেও কমেন্ট করে জানাবেন আমি আরো সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করবো। 

এই পোস্টের মাঝে কোন প্রকার ভুল তথ্য যদি আমার অজান্তে শেয়ার করে থাকি তাহলে সেইটা গঠনমূলক আলোচনার মাধ্যম হিসেবে কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করবো এবং সকলেল সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আর যারা এতোক্ষণ আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url