ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ-জেনে নিন আবেদন প্রক্রিয়া
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি টি কিছুদিন আগে প্রকাশ করা হলেও সার্ভার জটিলতার কারণে গত কয়েকদিন আগেই শুরু হয়েছে আবেদন। চাকুরি প্রত্যাশীরা এখন চাইলেই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন।
যদিও গত ২৫ তারিখে সার্ভার মেইনটেইনেন্স এর জন্য সাইট টি পূণরায় বন্ধ ছিলো কিন্তু এখন সাইট টি সম্পূর্ণ ভাবে উম্মুক্ত রয়েছে। কোন প্রকার সমস্যা নাই। আবেদনের শেষ তারিখ আগামী ০৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। যারা আবেদন করতে আগ্রহী তারা নিজেই বাসাই বসে এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন।
সূচিপত্রঃ ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ-জেনে নিন আবেদন প্রক্রিয়া
- ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ-জেনে নিন আবেদন প্রক্রিয়া
- অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ
- ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে অনলাইনে আবেদন প্রক্রিয়া
- ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের সাইটে একাউন্ট তৈরি
- একাউন্ট তৈরির পরে প্রোফাইলে গিয়ে তথ্য পূরণ
- কারেন্ট জব ওপেনিং এর কাজ কি
- লিস্ট অফ এপ্লিকেশন এর কাজ
- প্রয়োজনীয় লিংক এবং কিছু কথা
- মন্তব্য বা শেষ কথা
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ-জেনে নিন আবেদন প্রক্রিয়া
আরও পড়ুনঃ লেবুর খোসা খেলে কি হয়
অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ
- ছবি (৩০০*৩০০ পিক্সেল)
- স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল)
- জাতীয় পরিচয় পত্র
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের তথ্য
- অভিজ্ঞতা বা কোন পেশাদারির সার্টিফিকেট এর তথ্য (যদি থাকে)
- রক্তের গ্রুপ নির্ণয় করা থাকতে হবে
- মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে অনলাইনে আবেদন প্রক্রিয়া
ক্যারিয়ার অপশানে ক্লিক করার পরবর্তী তে নিম্নের ইন্টারফেসটি প্রদর্শন হবে।
এই অপশানে আসার পরে আপনি কোন জেলাতে আবেদন করবেন সেই জেলার নামটি সিলেক্ট করতে হবে। আর সিলেট করার জন্য আমি আপাতত রাজশাহী দিয়ে দেখিয়ে দিচ্ছি আপানারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন যেই যেইটাতে আবেদন করতে চাই ডান সাইযে দেখবেন ডিটেইলস লিখা আছে কেউ চাইলে তার পছন্দকৃত পদের রিকুয়ারমেন্টটি ডিটেইলস এ ক্লিক করে দেখে নিতে পারে কোন সমস্যা নাই।
আরও পড়ুনঃ শীতের সকালে খেজুর রসের গুণাগুণ
তবে প্রার্থী যদি প্রথমবার ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে আবেদন করে থাকেন তাহলে সর্ব প্রথম এই ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের সাইটে আগে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। আর এই একাউন্ট করা হয়ে গেলে আবেদনের জন্য আর বেশি কিছু করার প্রয়োজন হয়না। চলুন তাহলে এইবার আবেদন কি ভাবে করবেন সেই সম্পর্কে জেনে নিই।
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের সাইটে একাউন্ট তৈরি
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের সাইটে একাউন্ট তৈরি করার জন্য প্রথমেই লিংকে গিয়ে ক্যারিয়ার অপশানে ক্লিক করলে নিচের ইন্টারফেস আসবে সেখান থেকে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করলে পরের ইন্টারফেসটি আসবে। সেখান থেকে সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। উল্লেখ্য যে, যদি কোন প্রকার ভুল করে থাকেন একাউন্ট ক্রিয়েট করতে গিয়ে তাহলে সেইটা আবার কারেকশান করা যাবে। তাই এই বিষয়ে তেমন উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার কিছু নেই।
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় উপরোক্ত ছবিতে দেখানো ছবিটি থেকে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করার পরে প্রার্থীর নাম, ইমেইল এড্রেস (ইউজার আইডি হিসেবে ব্যবহার করা হবে), প্রার্থীর ১১ ডিজিটের মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, জেন্ডার সিলেক্ট, স্ট্রং পাসওয়ার্ড এবং আবারো সেই পাসওয়ার্ড টি কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সাবমিট করলেই একাউন্ট তৈরি হয়ে যাবে।
একাউন্ট তৈরির পরে প্রোফাইলে গিয়ে তথ্য পূরণ
একাউন্ট তৈরির পরে প্রোফাইলে গিয়ে তথ্য পূরণ করবো এখন। এতোক্ষণ যা কিছু বল্লাম সবটুকুই ছিলো আবেদন করার পূর্বে একাউন্ট তৈরি করার গাইড লাইন। এই স্টেপটি সম্পূর্ণ হয়ে গেলে লগইন অপশান আসবে সেইখানে একাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহৃত ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে প্রোফাইল সম্পূর্ণ করার জন্য প্রোফাইলে যেতে হবে।
প্রোফাইলে যাওয়ার পরে এইরকম ক্রস চিহ্ন আসবে। যেই স্টেপটি সম্পূর্ণ হবে সেই স্টেপটি সবুজ টিক দেওয়া থাকবে। পর্যােয়ক্রমে প্রত্যেকটা স্টেপ সম্পূর্ণ করা লাগবে।
- পার্সোনাল ইনফরমেশন
- শিক্ষাগত যোগ্যতা
- অভিজ্ঞতা (যদি থাকে)
- পেশাদারি প্রশিক্ষণ, কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ (যদি থাকে)
- কোন কোন ভাষায় দক্ষ আছে তার তথ্য
- ছবি (৩০০ পিক্সেল*৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০ পিক্সেল*৮০ পিক্সেল) আপলোড
- সম্পূর্ণ তথ্য ফাইনালি দেখে নিতে হবে
কারেন্ট জব ওপেনিং এর কাজ কি
এইবার আপনার কাজ হলো আবেদন করা আর তার জন্য এই কারেন্ট জব ওপেনিং এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওইখানে সকল আবেদনগুলো দেখতে পাবেন এবং কোন জেলায় কোন পোস্টে আবেদন করবেন সেইটাও ভালো ভাবে দেখে নিয়ে আপনার যোগ্যতা অনুসারে একটি পোস্টের ডান সাইডে এপ্লাই লিখা আছে ওখানে ক্লিক করলেই পুরো আবেদনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরপর আবারও এপ্লাই এ ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং একটি প্রিন্ট করার জন্য ফাইল পাবেন। যেইটা আপানার সংরক্ষণে রাখা লাগবে।
লিস্ট অফ এপ্লিকেশন এর কাজ
আর এই আবেদনগুলা হওয়ার পরে আপনি কইটা আবেদন করলেন এবং কোন কোন পদে আবেদন করলেণ সেইটা দেখার জন্য এই লিস্ট অফ এপ্লিকেশন এর মধ্যে যাওয়া লাগবে। এখানে গেলেই আপনার আবেদনকৃত সকল পোস্ট আপনি দেখতে পারবেন। যার ফলে আপনার আবেদনকৃত পোস্টগুলা আপনি ভুলেও কোন সমস্যা নাই।
প্রয়োজনীয় লিংক এবং কিছু কথা
আবেদন করার জন্য লিংক তো প্রয়োজন হবেই। যদিও আমি পোস্টের মধ্যেই লিংকগুলো দিয়ে দিয়েছি তারপরেও এখানে আমি ভালো ভাবে লিংকটি দিয়ে দিচ্ছি।
ওয়েবসাইট লিংকঃ https://www.ibfbd.org/
ক্যারিয়ার
লিংকঃ http://103.228.38.108:8001/ords/r/ibf/e-job-portal114/career-jobs
আরও পড়ুনঃ পাকা বেল খাওয়ার উপকারিতা
ক্যারিয়ার এর লিংক থেকেই একাউন্ট ক্রিয়েট এর অপশান পাবেন এবং সেখান থেকেই আবেদনের অপশানটাও পেয়ে যাবে। আবেদনে দেওয়া মোবাইল নাম্বারেই সকল আপডেট দেওয়া হবে আবেদনের পরবর্তীতে। এছাড়াও আপনার একাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই ভালো ভাবে মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন।
মন্তব্য বা শেষ কথা
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের এই পুরো সিস্টেমটা খুবই সহজ একটি প্রক্রিয়া। আশা করি মনোযোগ সহকারে পড়লে আর সাহস নিয়ে কাজটি শুরু করলে যে কেও এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। ভিডিও হলে হয়তো ভালো ভাবে উল্লেখ করে দেখিয়ে দিতে পারতাম। লিখনির মাধ্যমে আমি আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের জন্য সহজ ভাবে বুঝানোর। প্রত্যেকটার স্ক্রিনশর্ট দেওয়া আছে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনার দ্বারা কিছুই সম্ভব না তাই আপনাকে চেষ্টা করতেই হবে।
আবেদনটি করতে গিয়ে যদি কোন প্রকার সমস্যার সম্মুখিন হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার থেকে সরাসরি কল করেও জেনে নিতে পারেন। আমার পোস্টের মধ্যে কোন কিছু বুঝতে সমস্যা হলে এবং কোন ভুল-ত্রুটি দেখা দিলে ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url